ইকনা- শেখ শেহাবউদ্দিন আহারির মাজার কমপ্লেক্সের অন্তর্গত ঐতিহাসিক মসজিদটি ইরানের অন্যতম প্রাচীন ও শিল্পসমৃদ্ধ স্থাপনা হিসেবে স্বীকৃত। সাফাভি যুগের স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদটি মনোরম নকশা, পবিত্র কুরআনের মূল্যবান পাণ্ডুলিপি এবং ঐতিহাসিক হস্তলিপির সংরক্ষণের কারণে দেশের ঐতিহ্যবাহী মসজিদগুলোর মধ্যে বিশেষ মর্যাদা লাভ করেছে।
11:50 , 2025 Nov 04