ইকনা- শহীদদের নেতা ইমাম হুসাইনের (আ) সাথে সংশ্লিষ্ট,যুক্ত ও জড়িত সব কিছুই চিরস্মরণীয়, অবিস্মরণীয় এবং চিরকাল বিদ্যমান থাকবে। শুধু ইরান নয় যে কোনো দেশই যদি ইমাম হুসাইনের (আ) সুউচ্চ আধ্যাত্মিক মাকাম ও সুমহান আদর্শের সাথে সংশ্লিষ্ট ও যুক্ত হয়ে যায় তাহলে তা চিরকাল বিজয়ী ও বিদ্যমান থাকবে।
14:37 , 2025 Aug 18