বিসমিল্লাহির রাহমানির রাহিম
এক নজরে আন্তর্জাতিক কুরআন বিষয়ক বার্তা সংস্থা (ইকনা)
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বার্তা সংস্থা "ইকনা” বিশ্বের সর্ব বৃহৎ ও সর্ব প্রথম কুরআন বিষয়ক বার্তা সংস্থা। ফার্সি তারিখ অনুযায়ী ১৩৮২ সালের অবান মাসের ২০ তারিখ তথা ১৪২৪ হিজরির ১৫ই রমজানে ইরানের তৎকালীন প্রেসিডেন্টের উপস্থিতিতে বার্তা সংস্থা "ইকনা”র উদ্বোধন হয়।
ফার্সী ভাষায় পরিচালিত এই সংবাদ সংস্থা প্রতিদিন ৭টি সংবাদ পোষ্ট করার মাধ্যমে চালু হয়েছে। মহান আল্লাহর কৃপায় দীর্ঘ ১৫ বছর যাবত এই সাইটটি সক্রিয় রয়েছে। বর্তমানে ১৯টি ভাষায় প্রতিদিন ৮৫০টি খবর পোষ্ট করা হচ্ছে।
উদ্দেশ্য:
১। দেশ ও বিদেশের দর্শকদের জন্য বিশ্বের বিভিন্ন দেশের কুরআন ও ধর্মীয় সহ অন্যান্য খবরসমূহকে দ্রুত ও নির্ভুল ভাবে প্রচার করা।
২। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং বিশ্ব জুড়ে কুরআনিক সংস্কৃতির বাস্তবায়ন করা।
৩। সমাজকে কুরআনিক সংস্কৃতির আদর্শের দিকে ধাবিত করা।
৪। সমাজের বিভিন্ন স্তরে পবিত্র কুরআনের শিক্ষাকে বিস্তার করা।
৫। বৈজ্ঞানিক শৈল্পিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাহিত্যিক, এবং সামাজিক কার্যক্রমে কুরআনের প্রভাব বিস্তার করা।
ইকনার ভাষাসমূহ:
বার্তা সংস্থা "ইকনা”য় বর্তমানে বিশ্বের প্রচলিত ২১টি ভাষায় খবর প্রচার করা হয়। ভাষাগুলো যথাক্রমে ফার্সি, আরবি, ইংরেজি, ফরাসি, উর্দু, ইটালিয়ান, চীনা, রাশিয়ান, স্প্যানিশ, বাংলা, হুসায়ী, পাশতু, হিন্দি, তুর্কি, সোয়াহিলি, অজারি, ইন্দোনেশিয়ান, ফিলিপিনো, জার্মানি, পর্তুগিজ এবং মালয়।
শাখা সমূহ:
ইসলামী প্রজাতন্ত্র ইরানের অভ্যন্তরে মোট ৩০টি শাখা রয়েছে এবং ইরানের বাহিরে অর্থাৎ বিদেশে মোট ৬টি শাখা রয়েছে। বিদেশী শাখা সমূহ যথাক্রমে:
আন্তর্জাতিক শাখাসমূহ:
১। পশ্চিম এশিয়ান শাখা
২। পূর্ব এশিয়ান শাখা
৩। মধ্য এশিয়ান শাখা
৪। ইউরোপিয়ান শাখা
৫। আফ্রিকান শাখা
৬। আমেরিকান শাখা
কার্যক্রম
অর্থনৈতিক, রাজনৈতিক সাহিত্য, শৈল্পিক, সাংস্কৃতিক, জ্ঞান-বিজ্ঞান ও সামাজিক সহ অন্যান্য ক্ষেত্রে কুরআনিক সংস্কৃতি বিস্তারের জন্য বার্তা সংস্থা "ইকনা” দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে। দর্শকবৃন্দের চাহিদার ভিত্তিতে "ইকনা”র গ্রুপগুলো সুসজ্জিত করা হয়েছেএবং নানা ধরনের ছবি, ভিডিও, বিশেষ প্রবন্ধ সহ প্রতিদিন বিভিন্ন ধরণের খবর আপলোড করা হয়ে থাকে।