IQNA

প্রথমবারের মতো হাজিরা পাচ্ছেন স্মার্ট হজ কার্ড

16:23 - July 15, 2021
সংবাদ: 3470321
তেহরান (ইকনা): চলতি বছর হজের জন্য যারা মনোনীত হয়েছেন তাঁদের নামে ‘স্মার্ট হজ কার্ড’ ইস্যুকরণ শুরু হয়েছে।

মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সালের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়। প্রিন্স খালিদ কেন্দ্রীয় হজ কমিটিরও চেয়ারম্যান। গত সোমবার তিনি হজের প্রস্তুতি পর্বের অগ্রগতি পরিদর্শনকালে স্মার্ট হজ কার্ডের কাজ উদ্বোধন করেন। এই প্রথমবারের মতো হাজিদের ‘স্মার্ট হজ কার্ড’ বিতরণ করা হচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, স্মার্টের মাধ্যমে ১.৬ মিলিয়ন স্কয়ার মিটার জায়গাকে ডিজিটাল সেবার আওতাভুক্ত করা হয়েছে। ফলে হাজিরা সহজেই হজসেবা গ্রহণ করতে পারবেন এবং হজের সামগ্রিক কার্যক্রমে গতি আসবে।

স্মার্ট কার্ডের আওতার মধ্যে রয়েছে প্রাশাসনিক কার্যালয়, একটি মসজিদ, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ক্যাম্প, বিশেষ নিরাপত্তা বিভাগ এবং সরকারের সংশ্লিষ্ট কার্যালয়গুলো। হাজিরা স্মার্ট হজ কার্ডের মাধ্যমে বিপণি কেন্দ্রর মূল্য পরিশোধ করতে পারবেন, এটিএম কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন, হারিয়ে গেলে পথ খুঁজে পাবেন এবং নির্ধারিত ক্যাম্পে প্রবেশ করতে পারবেন।

উল্লেখ্য, আগামী ১৮ জুলাই হজ কার্যক্রম শুরু হবে এবং ১৯ জুলাই হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন। কালের কণ্ঠ

ট্যাগ্সসমূহ: মক্কা ، গভর্নর ، হজ ، ইকনা ، সৌদি
captcha