IQNA

বাহরাইনি শিক্ষার্থী: প্যালেস্টাইন আমার পরিচয় + ভিডিও

0:03 - January 31, 2021
সংবাদ: 2612184
তেহরান (ইনকা): ইহুদিবাদী ইসরাইলের সাথে বাহরাইন পূর্ণাঙ্গ সম্পর্ক স্থাপনের চুক্তি করার পর সেদেশের অনেক নাগরিকই এই চুক্তির বিরোধিতা করেছে।

তারই ধারাবাহিকতায় বাহরাইনের শিক্ষার্থী আলী প্রকাশ্যে এই চুক্তির বিরোধিতা করেছেন। তিনি একটি ভিডিওতে বলেন: ইসরাইলের সাথে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে দেশের জনগণের সাথে আলে খলিফা শাসক বিশ্বাসঘাতকতা করেছে।

আলী বাহরাইনি শাসককে সম্বোধন করে বলেন: “আমি আশা করছি আমাদের ইসরাইলী পদ্ধতিতে গ্রেপ্তার করবে না। আপনাদেরকে বলছি! আপনারা জায়নিস্টদের সাথে একত্রিত হয়েছেন…. আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি যে, আমাদেরকে এই বিশ্বাসঘাতকতার অংশীদার করবে না।“ iqna

captcha