IQNA

আল-হুথি: দায়েশ আমেরিকার তৈরি/ ইয়েমেনিদের হত্যা করছে আমেরিকা

20:06 - January 21, 2021
সংবাদ: 2612140
তেহরান (ইকনা): ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য এবং শীর্ষ পর্যায়ের নেতা বলেছেন: আমেরিকা তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে তৈরি করেছে এবং আর্থিক সহায়তা করছে। এছাড়াও আলকায়েদাকে সমর্থন করছে এবং ইয়েমেনে নিরীহ জনগণকে হত্যা করছে। 

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য এবং শীর্ষ পর্যায়ের নেতা মোহাম্মদ আলী আল-হুথি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং আল-কায়েদার পাশাপাশি আমেরিকা ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করছে।
 
তিনি বলেন, “ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে যারা সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে তারাই এই দায়েশ এবং আল-কায়েদার সঙ্গে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে।” রাশিয়া টুডে-কে দেয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ আলী আল-হুথি এসব কথা বলেন।
 
গত সপ্তাহে মার্কিন প্রশাসন হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করে। পাশাপাশি এর তিনজন গুরুত্বপূর্ণ নেতাকেও আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয়া হয়। আমেরিকার সিদ্ধান্ত মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।
 
আলী আল-হুথি বলেন, এই আমেরিকা ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোকেও সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করেছে অথচ এসব সংগঠন নিজেদের মাতৃভূমি এবং জনগণকে রক্ষার জন্য ইসরাইলের বিরুদ্ধে লড়াই করছে।
 
আনসারুল্লাহ আন্দোলনের এ নেতা আরো বলেন, আমেরিকা যে সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে কালো তালিকাভুক্ত করেছে তার কোনো গুরুত্ব নেই ইয়েমেনের জনগণ ও বিপ্লবী নেতাদের কাছে। iqna
 
 
 
captcha