IQNA

আয়াতুল্লাহ ‎মেসবাহ ইয়াজদির ইন্তেকালে সর্বোচ্চ নেতার শোকবানী;

ধর্মীয় চিন্তাভাবনা, বিজ্ঞা শিক্ষার্থীদের প্রশিক্ষণ এবং বিপ্লবী উপস্থিতি আয়াতুল্লাহ মেসবাহ ইয়াজদির অনন্য পরিষেবা

20:55 - January 02, 2021
সংবাদ: 2612054
তেহরান (ইনকা): ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী খোদাভিরু, ফকিহ ও মুজাহিদ আলেম আয়াতুল্লাহ মেসবাহ ইয়াজদির মৃত্যুতে শোকবানী প্রেরণ করেছেন।  শোকবানীতে তিনি বলনে: ধর্মীয় চিন্তাধারার উৎপাদন, অগ্রণী বইসমূহের লেখাক, প্রশিক্ষণের মাধ্যমে বিজ্ঞা শিক্ষার্থীদের গঠন এবং সকল ক্ষেত্রে বিপ্লবী উপস্থিতির মাধ্যমে আয়াতুল্লাহ মেসবাহ ইয়াজদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর এসকল ভূমিকা সত্যিই এবং ন্যায়সঙ্গতভাবে অনন্য।

আয়াতুল্লাহ আলী খামেনেয়ী খোদাভিরু, ফকিহ ও মুজাহিদ আলেম আয়াতুল্লাহ মেসবাহ ইয়াজদির মৃত্যুতে শোকবানী প্রকাশের মাধ্যমে সমবেদনা জানিয়েছেন।
 
ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার বাণীটি নিম্নরূপ:
 
বিসমিল্লাহির রাহমানির রাহীম
 
অত্যন্ত আক্ষেপ ও অনুভবের সাথে খোদাভিরু, ফকিহ ও মুজাহিদ আলেম আয়াতুল্লাহ শেখ ‎মোহাম্মদ তাকী মেসবাহ ইয়াজদির মৃত্যুর সংবাদ পেয়েছি। তাঁর মৃত্যুতে হাউজায়ে এলমিয়ে ও ইসলামী ‎জ্ঞান বিশেষ ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি বিশিষ্ট চিন্তাবিদ, যোগ্য পরিচালক, সত্যকন্ঠ প্রকাশ ‎করার ক্ষেত্রে স্বতন্ত্র ভাষার অধিকারী এবং ধৈর্যের সাথে সিরাতুল মুস্তাকিমের পথে ছিলেন সুদৃঢ়। ‎ধর্মীয় চিন্তাধারার উৎপাদন, অগ্রণী বইসমূহের লেখাক, প্রশিক্ষণের মাধ্যমে বিজ্ঞা শিক্ষার্থীদের গঠন এবং সকল ক্ষেত্রে বিপ্লবী উপস্থিতির মাধ্যমে আয়াতুল্লাহ মেসবাহ ইয়াজদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর এসকল ভূমিকা সত্যিই এবং ন্যায়সঙ্গতভাবে অনন্য। যৌবন কাল থেকে শুরু করে জীবনের শেষ অবধি পর্যন্ত তিনি তাকওয়া ও খোদভিতির অধিকারী ছিলেন এবং ‎একত্ববাদী জ্ঞানচর্চায় দীর্ঘমেয়াদী সাফল্য ছিল এই মুজাহিদের জন্য মহান ঐশী পুরস্কার।
 
আমি এই প্রিয় ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করছি, তাঁর শ্রদ্ধেয় পরিবারবর্গ, ধার্মিক ‎সন্তানাদি, আত্মীয়স্বজন, এই মহান শিক্ষকের শিক্ষার্থীবৃন্দ, ভক্তগণ এবং হাউজায়ে এলমিয়ার প্রতি আমার শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। এই মরহুমের জন্য মহান আল্লাহর দরবারে ‎উচ্চ মর্যাদা, ক্ষমা ও ঐশী রহমত কামনা করছি।
সাইয্যেদ আলী খামেনেয়ী
১৩ই দেই  ১৩৯৯ ফার্সি (২য় জানুয়ারি, ২০২১)
 
captcha