IQNA

নাইজেরিয়ায় দায়েশের হামলায় নিহত ১৫

20:18 - September 27, 2020
সংবাদ: 2611545
তেহরান (ইকনা): নাইজেরিয়ার বোর্নোর গভর্নরের কাফেলার উপরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের বন্দুকধারী সদস্যরা হামলা চালিয়েছে।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের গভর্নরের কনভয়তে দায়েশের সশস্ত্র হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।

শুক্রবার ২৫ষে সেপ্টেম্বর চাদ লেকের তীরে বাগা শহরের কাছে এই ঘটনা ঘটে। সন্ত্রাসীরা বোর্নো গভর্নরের কাফেলার ওপর মর্টার ও গুলি বর্ষণ করে। অথচ এই কাফেলা বেশ কয়েকটি বহুজাতিক সুরক্ষা বাহিনীর সদর দফতরের পাশ দিয়ে যাচ্ছিল।

এই হামলায় আটজন পুলিশ অফিসার, তিন সৈন্য এবং চারজন নাইজেরিয়ানপন্থী মিলিশিয়া মারা গিয়েছিল; কিন্তু বোর্নোর গভর্নরের কোনও ক্ষতি করা হয়নি।

উল্লেখ্য যে, বোর্নো রাজ্য হ'ল বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠীর মূল ঘাঁটি। বিগত দশ বছরে এই অঞ্চলে বোকো হারামের সন্ত্রাসীদের হামলায় প্রায় ২৭ হাজার লোকের মৃত্যু এবং ২০ লাখ বাস্তুচ্যুত হয়েছে। এই গ্রুপটি এর আগে সিরিয়া ও ইরাকে আইএস সন্ত্রাসবাদী গোষ্ঠীর প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছিল। iqna

captcha