IQNA

ফিলিস্তিনি মুসলিমদের থেকে ইহুদিরাই শ্রেষ্ঠ: আমিরাতের দাঈ ওয়াসিম ইউসুফের দাবী

0:03 - August 19, 2020
সংবাদ: 2611341
তেহরান (ইকনা): ইসরাইলের সঙ্গে কূটনৈতিক চুক্তির পর থেকেই ফিলিস্তিনিরা সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে নানাভাবে ক্ষোভ প্রকাশ করে আসছে। নিজের দেশের প্রতি ফিলিস্তিনিদের এই ক্ষোভ হজম করতে পারেনি আমিরাতের আলোচিত ধর্মীয় দাঈ শায়খ ওয়াসিম ইউসুফ। তিনি এজন্য ফিলিস্তিন সরকার এবং দেশটির জনগণের কঠোর সমালোচনা করেছে। তার দাবি, ফিলিস্তিনি মুসলিমদের থেকে ইহুদিরাই শ্রেষ্ঠ।

সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলের এক টুইটে ওয়াসিম ইউসুফ বলেছে, ফিলিস্তিনি শাসকগোষ্ঠী সন্ত্রাসীদের রীতি অনুসরণ করছে; গোপনে তারা ঠিকই ইহুদীদের সঙ্গে হাত মেলায়, কিন্তু প্রকাশ্যে তাদের বদনাম করে। ওয়াসিম ইউসুফ বলেন, যদি ফিলিস্তিনিরা যুদ্ধই চায়, তাহলে তারা রণাঙ্গনে বেরিয়ে পড়ুক। কেন তারা শান্তিকামীদের বদনাম রটাচ্ছে?

ওই টুইটে আরব আমিরাতের ক্রাউন প্রিন্স বিন জায়েদের ছবির সঙ্গে ফিলিস্তিনিদের অপমানকর আচরণের একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে ওয়াসিম ইউসুফ লিখেছেন, তোমাদের কোন নৈ'তিকতা নেই, বাস্তবিকই তোমরা পূণ্যভূমি জেরুজালেম অধিকারের যোগ্যতা রাখো না, ইহু'দিরা তোমাদের থেকে উত্তম।

ওয়াসিম ইউসুফের এই মন্তব্য মু'হূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। অনলাইনে সক্রিয়রা তাকে নিয়ে ট্রলে মেতে ওঠে; একজন রি-টুইট করে লিখেছেন, তাইলে আপনিই সাহস দেখিয়ে করে ইহুদিদের থেকে জেরুজালেম মু'ক্ত করুন, দেখা যাবে- কারা এই নগরীর অধিকারের যোগ্য! তাছাড়া আরো অনেকে কুরুচিপূর্ণভাবে ওয়াসিম ইউসুফকে সম্মোধন করে মন্তব্য করছেন।
সূত্র: আল জাজিরা

captcha