IQNA

মুসলমানদের ইবাদতের জন্য খুলে দেওয়া হল উজবেকিস্তানে মসজিদসমূহ

20:59 - August 18, 2020
সংবাদ: 2611339
তেহরান (ইকনা): উজবেকিস্তানের মুসলিম ধর্মীয় বিষয়ক সংস্থা ঘোষণা করেছে, এখন থেকে মুসলমানেরা মসজিদে জামাত সহকারে নামাজ আদায় করতে পারবেন।

মধ্য এশিয়া এবং কাজাখিস্তানের মুসলমানদের আধ্যাত্মিক প্রশাসন (SADUM) ঘোষণা করেছে, ৫ মাস পূর্বে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উজবেকিস্তানের মসজিদসমূহ বন্ধ করে দেয়া হয়েছিল। বন্ধ হওয়া মসজিদসমূহ পুনরায় মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে।

Spiritual Administration of the Muslims of Central Asia and Kazakhstan (SADUM)-এর ঘোষণা অনুযায়ী, জামাত সহকারে নামাজ আদায়ের সময় মুসল্লিদের অবশ্যই স্বাস্থ্যকর প্রোটোকল বিশেষ করে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

মধ্য এশিয়া এবং কাজাখিস্তানের মুসলমানদের আধ্যাত্মিক প্রশাসন মধ্য এশিয়ার পাঁচটি প্রজাতন্ত্রের ইসলামিক ক্রিয়াকলাপের পরিচালনা করে। এই প্রশাসনের ক্রিয়াকলাপের মধ্যে অন্যতম ক্রিয়াকলাপ হচ্ছে মুবাল্লিগদের প্রশিক্ষণ প্রদান এবং ধর্মীয় গ্রন্থ ও বিষয়বস্তু প্রচার করা। তাজিকিস্তানের রাজধানী দুশান্বেতে SADUM-এর সদর দফতর। iqna

captcha