IQNA

ভারতে উত্তরপ্রদেশে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাস্তবায়ন শুরু

23:33 - January 05, 2020
সংবাদ: 2609978
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাস্তবায়িত করার কাজ শুরু করেছে বিজেপিশাসিত উত্তরপ্রদেশ। প্রশাসনের পক্ষ থেকে রাজ্যে বসবাসরত শরণার্থীদের তালিকা তৈরির করা শুরু হয়েছে।

ভারতে উত্তরপ্রদেশে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাস্তবায়ন শুরুবার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: উত্তর প্রদেশেই প্রথম ওই আইন বাস্তবায়নের কাজ শুরু হল। আজ (রোববার) রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) অবনীশ অবস্থী বলেন, উত্তরপ্রদেশের লক্ষনৌ, হাপুর, রামপুর, শাহজাহানপুর, নয়ডা এবং গাজিয়াবাদেই পাকিস্তানি ও বাংলাদেশি শরণার্থীদের ভিড় বেশি। ওই সব এলাকার শরণার্থীদের তালিকা তৈরি করা হবে।

তাঁর মতে, একমাত্র ‘বৈধ’ শরণার্থীরাই যাতে এদেশের নাগরিকত্ব পান, তা নিশ্চিত করাই রাজ্য সরকারের উদ্দেশ্য। সেকারণেই ওই তালিকা তৈরি করা হচ্ছে। ‘এই প্রথম এ ধরনের তালিকা তৈরি হবে। এবং নয়াআইনের আওতায় একমাত্র ‘বৈধ’ শরণার্থীদেরই নাগরিকত্ব দেওয়া হবে’ বলেও তিনি মন্তব্য করেন।

প্রশাসন সূত্রে খবর, রাজ্যের মুসলিম শরণার্থীদের একটি তালিকা তৈরি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এরপরে তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কাজ শুরু হবে। যদিও এবিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
সূত্র:parstoday

captcha