IQNA

সৌদি হজ মন্ত্রণালয় ঘোষণা করেছে:

গত চার মাসে ২২ লাখ ওমরাহ হজ ভিসা প্রদান

23:16 - December 23, 2019
সংবাদ: 2609888
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি হজ মন্ত্রণালয় ঘোষণা করেছে, হজের মৌসুম প্রায় চার মাস অতিবাহিত হয়ে গিয়েছে। এই চার মাসে ২২ লাখ ওমরাহ হজ ভিসা প্রদান করা হয়েছে।

সৌদি গেজেটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সৌদি হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, এবছর ১৭ লাখ ৮২ হাজার ওমরাহ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন, যার মধ্যে ১৩ লাখ ৭৪ হাজার হাজী হজ্বের অনুষ্ঠান শেষে করে নিজ দেশে ফিরে গিয়েছেন।
তদনুসারে, এ বছরে ৪ লাখ ৫০ হাজার পাকিস্তানি, ৩ লাখ ৯৯ হাজার ইন্দোনেশিয়ান এবং ২ লাখ ৩৭ হাজার ভারতীয় হাজি ওমরাহ উপলক্ষে সৌদি আরব গিয়েছেন। এছাড়াও মালয়েশিয়ার ১ লাখ ১০ হাজার হাজী এবং মিশরের ৮৫ হাজার হাজী ওমরাহ পালন করেছেন।
সৌদি হজ মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের ৭০ হাজার, আলজেরিয়ার ৬৪ হাজার, বাংলাদেশের ৬১ হাজার, সংযুক্ত আরব আমিরাতের ৩৭ হাজার এবং জর্ডানের ২৭ হাজার হাজী ওমরাহ পালন করেছেন।
এই মাসের প্রথম দিকে, সৌদি সরকার যাত্রীদের অসুস্থতা, ফ্লাইট বাতিল বা বিলম্ব, দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত হাজীদের বীমা দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করেছে। iqna

captcha