IQNA

ত্রিপলি ত্যাগ করল ৩৯ হাজার নাগরিক

19:03 - April 28, 2019
সংবাদ: 2608432
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ ঘোষণা করেছে, লিবিয়ায় সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে সেদেশের রাজধানী ত্রিপলি থেকে ৩৯ হাজার নাগরিক নিজেদের বাসস্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজারিক ত্রিপলির ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন: মাইগ্রেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন জরিপ অনুযায়ী, ত্রিপলিতে মানব অনুপযুক্ত এবং দ্বন্দ্ব বৃদ্ধি হওয়ার কারণে ৩৯ ৩৯ হাজার নাগরিক নিজেদের বাসস্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে।

স্টিফেন ডোজারিকের বিবৃতি অনুযায়ী, বেসামরিক এলাকায় ক্রমাগত সংঘর্ষ এবং তাদের উপর রকেট বোমা হামলার দরুন জাতিসংঘ উদ্বিগ্ন রয়েছে।

এই এলাকায় ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ফলে জনগণরা মৌলিক চাহিদার সংকটে পরেছে। এই এলাকায় বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাট, পানির ঘাতটি এবং খাদ্য, ঔষধ ও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে।

তিনি দ্বন্দ্ব সংগঠিত দলগুলোর নিকটে নাগরিকদের সমর্থন করার জন্য আহ্বান জানিয়েছেন।  iqna

 

 

captcha