IQNA

ইরানিদের জন্য ইরাকী ভিসা ফ্রি

21:22 - April 01, 2019
সংবাদ: 2608247
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের মন্ত্রী পরিষদের সচিবালয় আজ (১ম এপ্রিল) এক বিবৃতিতে ঘোষণা করেছে, ইরানীদের জন্য বিনামূল্যে ভিসা ইস্যু শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইরাকি সরকারের মন্ত্রীপরিষদ ইরানের সাথে পারস্পারিক যোগাযোগ অব্যাহত রেখে ফরেনার্স রেসিডেন্স অ্যাক্ট, নং ৭৬, ২০১৭ এর আর্টিকেল ৩৬ ধারা বিধান অনুযায়ী ইরানিদের জন্য ইরাকী ভিসা ফ্রি করা হয়েছে।

এদিকে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে ঘোষণা করেছে: সোমবার থেকে ইরাকীদের জন্য ইরানের ফ্রি ভিসা প্রদান করা হবে।

এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে: ইরাকীদের জন্য ইরানি ভিসা বিনামূল্যে ইস্যু করা হবে এবং এ বাবদ কোন অর্থ গ্রহণ করা হবে না।

উল্লেখ্য, গতমাসে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ইরাকে সফর করেছেন। তার এই সফরকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে, বাগদাদ ও তেহরান উভয় পক্ষের নাগরিকদের জন্য বিনামূল্যে ভ্রমণ ভিসা প্রদান করবে।  অব্যাহত

http://iqna.ir/fa/news/3800649

 

 

 

captcha