IQNA

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ;

শত্রুদের অযোগ্যতার ফলে হিজবুল্লাহকে সন্ত্রাসী হিসেবে নামকরণ করেছে

23:50 - March 08, 2019
সংবাদ: 2608087
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব বলেছেন, হিজবুল্লাহকে সন্ত্রাসী নামকরণের ফলে শত্রুদের অযোগ্যতার প্রমাণ হয়েছে। কারণ তারা তাদের অধীনে আঞ্চলিক যুদ্ধ ও প্রকল্পে পরাজিত হয়েছে। এখন তারা নতুন যুদ্ধে প্রবেশ করতে ভয় পাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: শুক্রবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে সমবেত সমর্থকদের উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত সরাসরি এক ভাষণে হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ একথা জানান।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছে, এই আন্দোলন মধ্যপ্রাচ্যকে নিয়ে ইহুদিবাদী ইসরাইলের সব অশুভ পরিকল্পনা নস্যাৎ করে দিচ্ছে; আর এই কাজে ইরান ও সিরিয়া হিজবুল্লাহকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।

তিনি বলেন, ইরান ও সিরিয়ার সমর্থন নিয়ে লেবানন ও ফিলিস্তিনই প্রতিরোধ আন্দোলনগুলো ইসরাইলি অশুভ পরিকল্পনাগুলো ব্যর্থ করে দিচ্ছে।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ আরও বলেন, ইহুদিবাদী ইসরাইলের অবৈধ সীমান্তের পরিধি বাড়ানোর লক্ষ্যে আমেরিকা ‘বৃহৎ মধ্যপ্রাচ্য পরিকল্পনা’ নিয়ে অগ্রসর হচ্ছিল। কিন্তু ২০০৬ সালে হিজবুল্লাহর সঙ্গে ৩৩ দিনের যুদ্ধে ইসরাইলের পরাজয়ের মাধ্যমে সে পরিকল্পনার কবর রচিত হয়। আর কখনো আমেরিকাকে ‘বৃহৎ মধ্যপ্রাচ্য’ পরিকল্পনার কথা বলতে শোনা যায়নি।

হিজবুল্লাহ নেতা বলেন, ওই যুদ্ধে হিজবুল্লাহর বিজয়ে ইরান ও সিরিয়া সর্বাত্মক সহযোগিতা করেছে।

সাইয়্যেদ নাসরুল্লাহ গত ৩০ বছরে ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলনে অবদান রাখার জন্য হিজবুল্লাহর সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ তার সংগঠনের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের কথা উল্লেখ করে বলেন, প্রতিরোধ আন্দোলনগুলোকে স্থবির করে দেয়ার জন্য আমেরিকা এই ব্যবস্থা নিয়েছে। তবে যুগোপযোগী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে এই অর্থনৈতিক যুদ্ধে হিজবুল্লাহ বিজয়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন। iqna

 

captcha