IQNA

ইয়েমেনে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইংল্যান্ড

23:07 - January 07, 2019
সংবাদ: 2607702
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ইংল্যান্ডের ইসলামিক সেন্টার ২৩ হাজার পাউন্ড অনুদান করেছে।

বার্তা সংস্থা ইকনা: লন্ডনে "ইংল্যান্ড ইসলামিক সেন্টার" ঘোষণা করেছে, ইয়েমেনে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের খাদ্যের সংকট মেটানোর জন্য
২০১৯ সালে ৩য় জানুয়ারি পর্যন্ত ২৩ হাজার ৬৩৮ পাউন্ড সংগ্রহ করা হয়েছে। এসকল অর্থ দুই মাসে সংগ্রহ করা হয়েছে।
সাহায্যকারীরা নগদ অর্থ অথবা ইংল্যান্ড ইসলামী সেন্টারের ব্যাংকের একাউন্টে অর্থ দিয়ে ইয়েমেনে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
এসকল অর্থ ইয়েমেনে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের খাদ্য ক্রয় করা এবং সেদেশে প্রেরণের জন্য "দ্যা ওয়ার্ল্ড উইদাউট বর্ডারস" দাতব্য প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে।
ইংল্যান্ড ইসলামিক সেন্টার, "দ্যা ওয়ার্ল্ড উইদাউট বর্ডারস" দাতব্য প্রতিষ্ঠানের সহযোগিতায় চলি বছরে মিলাদুন্নবী (সা.)এর দিনে ইয়েমেনে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য বিজ্ঞাপন প্রচার করে মুসলমান ও দাতাদের নিকটে আল্লাহের পছন্দের এই কাজে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে।
যতদিন পর্যন্ত দাতাগণ সাহায্য করবেন ততদিন পর্যন্ত এই প্রকল্প অব্যাহত থাকবে।
iqna

 

captcha