IQNA

অবশেষে আমেরিকায় প্রবেশের অনুমোদন পেল অসুস্থ শিশুর মা

23:31 - December 20, 2018
সংবাদ: 2607596
আন্তর্জাতিক ডেস্ক: কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার আইনকে কেন্দ্র করে ইয়েমেনের এক অসুস্থ শিশুর মা বেশ কয়েক সপ্তাহ চেষ্টা করার পর আমেরিকার ভিসা পেয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনের এই নারীর স্বামী "আলী হাসান" নিজে একজন আমেরিকার নাগরিক। সোমবার এক সংবাদ সম্মেলনে ক্রন্দনরত অবস্থায় বলেন: দুই বছরের এই শিশুর মস্তিষ্কজনিত রোগ তীব্রতা হওয়ার ফলে অতি শীঘ্রই মৃত্যুবরণ করবে।
সম্প্রতি এই অসুস্থ শিশুর পিতা আমেরিকার সরকারের নিকটে তার (অসুস্থ শিশুর) মায়ের সাথে দেখা করার জন্য সেদেশের তার প্রবেশাধিকার চেয়ে আবেদন করলে, এই ঘটনা বিশ্বের মিডিয়ায় ব্যাপকভাবে প্রতিফলিত হয়েছে।
অবশেষে, আমেরিকান অ্যাম্বাসী এই অসুস্থ শিশুর মা "শিমা সুয়লা'র ভিসা গতকাল (১৯শে ডিসেম্বর)দিয়েছে। কয়েক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর তিনি আজ তার অসুস্থ শিশু আব্দুল্লাহর সাথে দেখা করবেন। আব্দুল্লাহ মস্তিষ্কজনিত রোগে ভুগছেন। দুই মাস ধরে আব্দুল্লাহ ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে হাসপাতালে ভর্তিরত রয়েছেন।
iqna

 

captcha