IQNA

সালাহউদ্দিনে দায়েশের অস্ত্র কারখানা আবিষ্কার

23:21 - June 07, 2018
সংবাদ: 2605934
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের "সালাহউদ্দিন" প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে সেনারা।



বার্তা সংস্থা ইকনা: ইরাকের সামরিক বাহিনী সদস্যরা আজ (বৃহস্পতিবার) সালাহউদ্দিন" প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে।
ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র মেজর জেনারেল "সায়দ মাইন" এক বিবৃতিতে বলেন: এই কারখানা থেকে দুটি মিসাইল, ৬০টি রকে লঞ্চার, ৫টি ক্ষেপণাস্ত্র, ৬টি লঞ্চ টিউব এবং বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার করা হয়েছে।
এদিকে ইরাকি সিকিউরিটি মিডিয়া সেন্টার ঘোষণা করেছে, ইরাকি সেনারা কির্কুক প্রদেশের গ্রামসমূহে থেকে দায়েশের দুটি গোপন আস্তানা ধ্বংস করেছে।
iqna

 

captcha