IQNA

ইসলাম প্রচার ও প্রসারের প্রধান কেন্দ্র হচ্ছে মসজিদ

18:57 - December 19, 2017
সংবাদ: 2604597
ইসলাম শান্তি ও সমৃদ্ধি এবং ভ্রাতৃত্বের ধর্ম। অন্যান্য ধর্ম ও মতাদর্শের তুলনায় ইসলামে শান্তি ও ভাতৃত্বের উপর তুলনামূলক বেশি গুরুত্বারোপ করা হয়েছে। কিন্তু একশ্রেণীর অজ্ঞ ও মূর্খ ব্যক্তিরা ইসলাম সম্পর্কে নেতিবাচক প্রচারণায় ব্যস্ত।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইরানের রাজধানী তেহরানের মসজিদুন্নবীর পেশ ইমাম হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ইবরাহিম আকবারি বলেছেন যে, রাসূল (সা.) সর্বপ্রথম মসজিদ থেকেই ইসলাম প্রচারের দায়িত্ব শুরু করেছিলেন। তিনি মক্কা থেকে মদিনায় হিজরতের পর সর্বপ্রথম তিনি সেখানে মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং উক্ত মসজিদই ছিল ইসলাম প্রচার ও প্রসারের প্রধান ঘাটি। কিন্তু আজ আমাদের সমাজে মসজিদের গুরুত্ব হ্রাস পেয়েছে আর এ কারণে আজকের সমাজ নানাবিধ অবক্ষয়ের শিকার।

তিনি যুবকদের মসজিদের প্রতি আকৃষ্ট করার বিভিন্ন পদ্ধতির কথা উল্লেখ করে বলেন: যুবকদের মননশীল অনুষ্ঠান আয়োজন এবং তাদের সাথে উত্তম আচরণ মসজিদের প্রতি তাদের মনোযোগ আকর্ষণের সবচেয়ে উপযোগী পন্থা।

তিনি আরও বলেন: প্রতিদিন পাঁচ ওয়াক্ত জামাতের নামায আদায়ের মাধ্যমে মসজিদের পেশ ইমামের সাথে মুসল্লিদের একটি সুসম্পর্কে গড়ে উঠে। মসজিদে সব শ্রেণীর মানুষ যাতায়াত করে, কাজেই এ সুযোগকে কাজে লাগিয়ে মসজিদের পেশ ইমামের উচিত মুসল্লিদের মাঝে প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান দান করা। প্রতি নামায শেষে যদি একটি করে ধর্মীয় মাসআলা বর্ণনা করা হয়, তাহলে প্রতিদিন মুসল্লিরা কয়েকটি ধর্মীয় বিধান সম্পর্কে অবহিত হতে পারবে।

captcha