IQNA

প্রেসিডেন্ট যখন ক্বারি + ভিডিও

21:40 - November 02, 2017
সংবাদ: 2604228
আন্তর্জাতিক ডেস্ক: কুরআন তিলাওয়াতের জন্য সুন্দর কণ্ঠ মহান আল্লাহ দান করেন। মহান আল্লাহর এই দান কোন প্রেসিডেন্টের মধ্যেও হতে পারে আবার কোন সাধারণ নাগরিকের মধ্যে হতে পারে।
প্রেসিডেন্ট যখন ক্বারি
বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেয়া গিয়েছে যে, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সেদেশের রাজধানী আঙ্কারার 'মালেকা খাতুন' মসজিদে সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করছেন।
সামাজিক নেটওয়ার্কে প্রকাশিত এই ভিডিওতে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সূরা বাকারার কয়েকটি আয়াত তারতিলের সাথে তিলাওয়াত করেছেন।
এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে গত শুক্রবার 'মালেকা খাতুন' মসজিদটি উদ্বোধন হয়। সাড়ে ১৯ হাজার বর্গমিটারের উপর মসজিদটি নির্মিত হয়েছে। পাঁচ তালা বিশিষ্ট এই মসজিদটিতে চারটি মিনার রয়েছে এবং একসাথে ৭ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
মালেকা খাতুন মসজিদটি তুরস্কের সর্ববৃহৎ মসজিদ। এই মসজিদের সাথে সম্মেলন হল, যাদুঘর, অডিটোরিয়াম এবং প্রদর্শনী হল নির্মাণ করা হয়েছে এবং গাড়ি পার্কিং-এর জন্য বিশেষ ব্যবস্থা রয়ছে।
iqna



captcha