IQNA

আহলে বাইতের (আ.) প্রতি তাওয়াসসুল কুরআনের শিক্ষা: গবেষক

22:19 - November 01, 2017
সংবাদ: 2604220
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের জাতীয় নামায কায়েম পরিষদের প্রধান ও বিশিষ্ট ইসলামি গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিম মুহসেন কারাআতি বলেছেন যে, আহলে বাইতের (আ.) প্রতি তাওয়াসসুল কুরআনের শিক্ষা; কিন্তু ওয়াহাবি সম্প্রদায় নিজেদের মনগড়া মতবাদের ভিত্তিতে তাওয়াসসুলকে শিরক মনে করে।

 বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিম মুহসেন কারাআতি গতকাল ইরানের তেহরান ভার্সিটির মসজিদে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: ওয়াহাবি গোষ্ঠী ইসলাম ও কুরআনের মৌলিক শিক্ষার সাথে আদৌ পরিচিত নয়। এ কারণে তারা নিজেদের মনগড়া নানাবিধ মতবাদকে ইসলামের বিধান হিসেবে প্রচার করে থাকে। তাদের অন্যতম মতাদর্শ হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারও প্রতি তওয়াসসুল বা ওসিলা করা শিরক। এমনকি রাসূলের (সা.) প্রতিও তাওয়াসসুল করা যাবে না। আর রাসূলের (সা.) পবিত্র আহলে বাইতের (আ.) প্রতি তাওয়াসসুল করা যেমন: এমন উক্তি করা- হে আলী, হে ফাতেমা, হে হুসাইন প্রভৃতি উচ্চারণ করা হচ্ছে শিরক।

তিনি বলেন: স্বয়ং আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের সূরা মায়েদার ৩৫ নং আয়াতে উল্লেখ করেছেন,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَابْتَغُواْ إِلَيهِ الْوَسِيلَةَ

হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন কর এবং ওসিয়া দিয়ে আল্লাহর সাহায্য কামনা কর। এ আয়াতের তাফসীরে উল্লেখ করা হয়েছে যে, নবী, রাসূল এবং ওলি-আওলিয়াগণের ওসিয়া দিয়ে আল্লাহর নিকট প্রার্থনা করলে দ্রুত তা কবুল হয়।

কিন্তু ওয়াহাবিরা কোরআনের বিধান না বুঝে কেবল নিজেদের মনগড়া মতবাদ মুসলিম জাহানের উপর চাপিয়ে দিতে চায়; তাই মুসলিম জাহানের উচিত ওয়াহাবিদের ভ্রান্ত আকিদা সম্পর্কে সচেতন থাকা।
captcha