IQNA

কাবুলে হুসাইনিয়ার কাছে আত্মঘাতী হামলায় নিহত 8 আহত ১৯

1:12 - September 30, 2017
সংবাদ: 2603955
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র আশুরার প্রাক্কালে আফগানিস্তানের রাজধানী কাবুলের "কাল্লেয়ে ফাতুল্লাহ" এলাকার একটি হুসাইনিয়ার কাছে সন্ত্রাসীদের আত্মঘাতী হামলায় ৮ ব্যক্তি নিহত ও ১৯ জন আহত হয়েছেন।
কাবুলে হুসাইনিয়ার কাছে আত্মঘাতী হামলায় নিহত 8 আহত ১9
বার্তা সংস্থা ইকনা: আত্মঘাতী হামলাটি গতকাল স্থানীয় সময় ১৩:৪০ ঘটেছে। শিয়া মুসলমানদের একটি হুসাইনিয়ার দরজার সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আত্মঘাতী এই হামলাটি কাবুলের কাল্লেয়ে ফাতুল্লাহ এলাকার ৭ নম্বর রোডে ঘটেছে। হামলার সময় হুসাইনিয়ার ভিতরে জুমার নামাজ আদায় করা হচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারী একটি ভেড়ায় এই বোমাটি বেধে হুসাইনিয়ার বাউন্ডারির ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিল। তবে স্থানীয় অধিবাসী ও নিরাপত্তা কর্মীরা ব্যাপারটি বুঝতে পারে। ভেড়াটি বোমা বহন করার সময় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
কাবুলের পুলিশ কমান্ডের মুখপাত্র বাসির মোজাহিদ বলেন: প্রাথমিক তথ্য অনুযায়ী এক সন্ত্রাসী বিস্ফোরণের সাথে সাথে ধ্বংস হয়েছে এবং অপর সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে।
এই হামলার ফরে ৮ জন নিহত ও অপর ১৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এখনও পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়ভার গ্রহণ করেনি।
বিগত কয়েক মাস যাবত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আফগানিস্তানের শিয়া মুসলমানদের উদ্দেশ্য করে এধরণের হামলা চালাচ্ছে। এসকল হামলার মধ্যে অধিকাংশ হামলাই সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ চালাচ্ছে। সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে শিয়া মুসলমানদের অংশগ্রহণ করার প্রতিবাদে এই সন্ত্রাসী গোষ্ঠী শিয়া মুসলমানদের বিরুদ্ধে এভাবে অমানবিক হামলা চালাচ্ছে।
iqna



captcha