IQNA

সৌদি মুফতি;

পয়গাম্বরের (সা.) জন্য উৎসব পালন করা শিরক এবং আলে সৌদির জন্য ফরজ!

16:27 - September 27, 2016
সংবাদ: 2601647
আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্মদিবস উপলক্ষে উৎসব পালন করাকে শিরক বলে মনে করে ওয়াহাবী মুফতিগণ! অথচ আলে-সৌদের শাসন বার্ষিকীতে উৎসব পালন কারা ওয়াজিব বলে ঘোষণা করেছে তারা।
বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আলে শেখ এক ফতোয়া প্রদানের মাধ্যমে পূর্বে ঘোষণা করেছে, হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্মদিবস উপলক্ষে উৎসব পালন করা একটি ভিত্তিহীন এবং এর সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। যারা এধরণের উৎসব পালন করে তারা কুসংস্কার ও অজ্ঞতার মধ্যে রয়েছে!

মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্মদিবস উপলক্ষে উৎসব পালন করাকে শিরক এবং এ ব্যাপারে সকলকে সাবধান করে দিয়েছে আলে শেখ।

কিন্তু সৌদি আরবের 'জাতীয় দিবস' তথা আলে-সৌদের শাসন বার্ষিকী উপলক্ষে সৌদি মুফতির ফতোয়া সম্পূর্ণরূপে ভিন্ন। আলে-সৌদের শাসন বার্ষিকী উপলক্ষে উৎসব পালনের ব্যাপারে সৌদি মুফতি ফতোয়া জারি করে ঘোষণা করেছে: আলে-সৌদের শাসন বার্ষিকীতে উৎসব পালন কারা ওয়াজিব। এছাড়াও এই দিনে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করার জন্য জনগণের নিকট আহ্বান জানিয়েছে।

iqna

পয়গাম্বরের (সা.) জন্য উৎসব পালন করা শিরক এবং আলে সৌদির জন্য ফরজ!

captcha