IQNA

শবে কদর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

22:30 - June 28, 2016
সংবাদ: 2601079
পবিত্র শবে কদর ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাতের নাম। পবিত্র কোরআনে যে রাতকে হাজার মাসের চেয়েও উত্তম হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। তাই এ মাসটি প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ।

শবে কদর সম্পর্কে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে কিছু প্রশ্ন রয়েছে; আর এ রাতের বিশেষ তাৎপর্য ও ফজিলতের কারণে এ প্রশ্নগুলোর গুরুত্ব আরও অধিক থেকে অধিকতর হয়েছে।

শবে সম্পর্কে সব চেয়ে যে প্রশ্নগুলো বেশি উত্থাপিত হয়, আমরা এখানে সেগুলোর উত্তরসহ তুলে ধরছি-

শবে কদর কেন নির্দিষ্ট নয়?

উত্তর- শবে কদর অত্যন্ত ফজিলতপূর্ণ রাত এবং এ রাতে আল্লাহর অসীম বরকত ও ফজিলত নাযিল হয়। যদি এ রাতটি সবার নিকট সুস্পষ্ট থাকত, তাহলে কেউ তা অনুসন্ধানের জন্য চেষ্টা ও সাধনা করত না। তাই এ রাতটি গভীর রহস্যে ঘেরা; যাতে এ রাতের বরকত হাসিলের জন্য সকলে আন্তরিক চেষ্টা ও সাধনা চালায়।

শবে কদরকে কেন শবে কদর নামে নামকরণ করা হয়েছে?

উত্তর- ইসলামে প্রত্যেকটি বিষয় ও জিনিষের নামকরণ একটি বিশেষ দর্শনের সাথে সম্পৃক্ত। কোন বিষয়ের নামকরণের সাথে তার গুরুত্ব ও তাৎপর্যের বিষয়টিও নিহিত।

কদর শব্দের কয়েকটি অর্থ আছে; তম্মধ্যে সবচেয়ে নিকটতম অর্থ হচ্ছে পরিমাণ। যেমনভাবে পবিত্র কোরআনে বলা হয়েছে-

:«...قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْ‏ءٍ قَدْراً

অর্থাৎ আল্লাহ প্রত্যেক জিনিষের জন্য নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করেছেন। পবিত্র কোরআনের আয়াত ও হাদীসের আলোতে যে বিষয়টি সুস্পষ্ট হয়, তা হচ্ছে কদরের রাতে আল্লাহ বান্দার জন্য সারা বছরের ভাগ্য ও প্রাপ্য নির্ধারণ করেছেন। তাই এ রাতের নাম শবে কদর।
ট্যাগ্সসমূহ: শবে ، কদর ، ইসলাম ، কোরআনে ، মুসলমান
captcha