IQNA

চলতি বছরে বিশ্বের দীর্ঘতম ও স্বল্পতম সময়ের রোজা

23:53 - June 06, 2016
সংবাদ: 2600915
আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরে আইসল্যান্ডের মুসলমানদের সবচেয়ে অধিক সময় ধরে রোজা থাকতে হবে এবং আর্জেন্টিনার মুসলমানদের সবচেয়ে কম সময় ধরে রোজা থাকতে হবে।


বার্তা সংস্থা ইকনা: আইসল্যান্ডের মুসলমানদের ২২ ঘণ্টা ৩৪ মিনিট রোজা থাকতে হবে এবং আর্জেন্টিনার মুসলমানদের ৮ ঘণ্টা ৫৮ রোজা থাকতে হবে।

সম্প্রতি নোঅকচোট্ট সংবাদপত্রের এক রিপোর্টে বিশ্বের প্রধান প্রধান দেশের রাজধানীর রোজা রাখার সময়সূচী ঘোষণা করেছে। নোঅকচোট্ট সংবাদপত্রের ঘোষণা অনুযায়ী:

আলজেরিয়া: ১৬ ঘণ্টা ৪৫ মিনিট

তেহরান: ১৬ ঘণ্টা ৩৭ মিনিট

তিউনিশিয়া: ১৬ ঘণ্টা এবং ৩৩ মিনিট

ত্রিপোলি: ১৬ ঘণ্টা ১২ মিনিট

রাবাত: ১৬ ঘণ্টা ১০ মিনিট

দামেস্ক: ১৬ ঘণ্টা ১০ মিনিট

বৈরুত: ১৬ ঘণ্টা ১০ মিনিট

বাগদাদ: ১৬ ঘণ্টা ৫ মিনিট

আম্মান: ১৫ ঘণ্টা এবং 58 মিনিট

জেরুজালেম: ১৫ ঘণ্টা 53 মিনিট

কুয়েত: ১৫ ঘণ্টা 40 মিনিট

মানামা: ১৫ ঘণ্টা এবং 21 মিনিট

দোহা: ১৫ ঘণ্টা ১৫ মিনিট

কায়রো: ১৫ ঘণ্টা ১২ মিনিট

আবু ধাবি: ১৫ ঘণ্টা ১১ মিনিট

মাস্কাট: ১৫ ঘণ্টা ৬ মিনিট

নোঅকচোট্ট: ১৪ ঘণ্টা ৩৫ মিনিট

খার্তুম: ১৪ ঘণ্টা এবং ৩১ মিনিট

সানা: ১৪ ঘণ্টা এবং ২২ মিনিট

জিবুতি: ১৪ ঘণ্টা ৭ মিনিট

মোগাদিসু: ১৩ ঘণ্টা এবং ২৯ মিনিট

আইসল্যান্ড: ২২ ঘণ্টা এবং ৩৪ মিনিট.

সুইডেন: ২২ ঘণ্টা

সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া: ২১ ঘণ্টা

ফ্রান্স, জার্মানি, গ্রেট ব্রিটেন: প্রায় ১৬ ঘণ্টা ৩০ মিনিট

আমেরিকা: বিভিন্ন রাজ্যের উপর নির্ভর করে ১৫ ঘণ্টা

অস্ট্রেলিয়া: উত্তরে ১২ ঘণ্টা এবং দক্ষিণে ১১ ঘণ্টা

আর্জেন্টিনা: ৮ ঘণ্টা ৫৭ মিনিট।

iqna
ট্যাগ্সসমূহ: রোজা ، মুসলমানদের
captcha