IQNA

আমেরিকাকে অমান্য করার কারণেই মার্কিন শত্রুতা: সর্বোচ্চ নেতা

10:43 - May 24, 2016
সংবাদ: 2600838
আন্তর্জাতিক ডেস্ক:ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আমেরিকার বলদর্পী নীতিকে অমান্য করার কারণেই তেহরানের প্রতি ওয়াশিংটনের এত শত্রুতা।


পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: রাজধানী তেহরানের ইমাম হোসেইন মিলিটারি একাডেমির সেনা সদস্যদের মাঝে গ্রাজুয়েট ডিগ্রি প্রদান অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় সর্বোচ্চ নেতা এ কথা বলেছেন। এ সময় তিনি ইরানের পরমাণু কর্মসূচি, ক্ষেপণাস্ত্র শক্তি ও মানবাধিকার নিয়ে মার্কিন আপত্তির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, এসব কিছুর পেছনেই রয়েছে একটি কারণ আর তা হচ্ছে- মার্কিন প্রশাসনকে অমান্য করে ইরান।

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সাম্প্রতিক মার্কিন ও পশ্চিমা শোরগোল সম্পর্কে সর্বোচ্চ নেতা বলেন, "কিছুদিন থেকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তারা ব্যাপক অপপ্রচার শুরু করেছে কিন্তু তাদের অবশ্যই জানা উচিত যে, এসব প্রচারণা ইরানের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না এবং এর কোনো মূল্যও নেই।”

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, মার্কিন কর্মকর্তারা এ কথা স্বীকার করেন যে, ইসলামির আদর্শের কারণে ইরানের জনগণ কখনো আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে না। তিনি জোর দিয়ে বলেন, ইরানের ইসলামি সরকার ও জনগণের শক্তির মূল উৎস হচ্ছে- দৃঢ়চেতা মনোভাব, শত্রুকে অগ্রাহ্য করা এবং বিপ্লবী ও ইসলামি পরিচিতি ধরে রাখার ইচ্ছা।

কিন্তু আমেরিকা ও অন্য শক্তিগুলো এ ইস্যুতে ইরানের ওপর চরম দুঃখিত; কিন্তু তাদের কিছুই করার নেই। এ কারণে আমেরিকা ব্যাপকভাবে চেষ্টা করে যাচ্ছে- ইরানের সিদ্ধান্ত নেয়ার কেন্দ্রগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে। তবে, আল্লাহর শুকরিয়া যে, তারা আজ পর্যন্ত ব্যর্থ হয়েছে এবং এ কাজে তারা ব্যর্থই থাকবে।#

iqna

captcha