IQNA

কোরআনে মুসলিম উম্মাহর মাঝে ঐক্য বজায় রাখার আদেশ দেয়া হয়েছে

23:48 - May 17, 2016
সংবাদ: 2600795
বর্তমান মুসলিম জাহানের শীর্ষ মনীষী ও বিশিষ্ট মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী বলেছেন যে, কোরআনে মুসলিম উম্মাহর মাঝে ঐক্য বজায় রাখার আদেশ দেয়া হয়েছে।

শাবিস্তানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী আজ মঙ্গলবার ১৭ই মে ইরাকের শীর্ষ আলেমদের সাথে সাক্ষাতকালে বলেছেন : বর্তমানে ইরাক জটিল সংকট অতিক্রম করছে; এ সংকট কাটিয়ে উঠতে ইরাকের আলেম সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শত্রুরা ইরাকের জনগণের মধ্যে ভেদাভেদ সৃষ্টির লক্ষে নানাবিধ চক্রান্তে লিপ্ত রয়েছে। তাই আলেম সমাজকে শত্রুদের চক্রন্ত সম্পর্কে জনগণকে সচেতন করার পাশাপাশি নিজেদের মধ্যে ঐক্য ও সমঝোতা গড়ে তুলতে হবে।

পবিত্র কোরআনে মুসলমানদের মধ্যে ঐক্য বজায় রাখার উপর গুরুত্বারোপের কথা উল্লেখ করে তিনি বলেন: পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে মুসলিম উম্মাহর মাঝে সুদৃঢ় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার কঠোর আদেশ দেয়া হয়েছে। তাছাড়া ভেদাভেদ পরিহার করে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখাও আমাদের প্রতি কোরআনের আদেশ রয়েছে।

তিনি আরও বলেন: আমাদের শত্রুদের অন্যতম টার্গেট হচ্ছে যুবসমাজ; তারা যুবসমাজের ঈমান ও আকিদাকে দূর্বল করতে চায়। তাই আলেম সমাজের উচিত যুবকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদেরকে ধর্মের প্রতি উদ্বুদ্ধ করা।

ট্যাগ্সসমূহ: কোরআনে ، আয়াতুল্লাহ
captcha