IQNA

পবিত্র কোরআনে তাকওয়ার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে

23:45 - April 24, 2016
সংবাদ: 2600663
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মসজিদ বিষয়ক সাংস্কৃতিক পরিষদসমূহের কেন্দ্রীয় শুরার সচিব হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হামিদ সুলাইমানি বলেছেন যে, পবিত্র কোরআনে তাকওয়ার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। আর তাকওয়া নির্ভর মসজিদই সমাজের উপর অপরিসীম ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

বার্তা সংস্থা ইকনা: হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হামিদ সুলাইমানি আজ ইরানের মসজিদ বিষয়ক সাংস্কৃতিক পরিষদসমূহের কেন্দ্রীয় শুরার বৈঠকে পবিত্র রজব মাসের ফজিলতের প্রতি ইশারা করে বলেন: রজব মাস হচ্ছে শাবান মাস ও রজমান মাসে প্রবেশের প্রস্তুতি ক্ষেত্র। এ মাসে মানুষ ইবাদত ও বন্দেগীর মাধ্যমে আত্মিক উন্নতির মাধ্যমে প্রশান্ত মন ও অন্তর নিয়ে রমজান মাসে প্রবেশের তৌফিক অর্জন করতে পারে। তাই রজব মাসের প্রতিটি মুহুর্ত যথাযথভাবে ব্যবহার করা প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের ঈমানি দায়িত্ব।

তিনি আরও বলেন: রাসূল (সা.) রজব মাসে অধিক তওবা ও ইসতেগফারের আদেশ দিয়েছেন; যাতে মানুষ অতীত গুনাহ ক্ষমা করিয়ে নিতে পারে।

তিনি পবিত্র কোরআনে তাকওয়ার গুরুত্ব ও তাৎপর্যের প্রতি ইশারা করে বলেন: কোরআনের অনেক আয়াতে মানুষকে তাকওয়া অবলম্বন ও খোদাভীতি অনুসরণের আদেশ দেয়া হয়েছে। যেমন সূরা আনফালের ২৯ নং আয়াতে উল্লেখ করা হয়েছে,

«يا أَيُّهَا الَّذينَ آمَنوا إِن تَتَّقُوا اللَّهَ يَجعَل لَكُم فُرقانًا وَيُكَفِّر عَنكُم سَيِّئَاتِكُم وَيَغفِر لَكُم ۗ وَاللَّهُ ذُو الفَضلِ العَظيمِ»

'হে মুমিনগণ! যদি তোমরা তাকওয়া অবলম্বন বা আল্লাহকে ভয় কর, তবে তিনি তোমাদের সত্য-মিথ্যার পার্থক্যকারী উপাদান দান করবেন। এবং তিনি তোমাদের থেকে তোমাদের মন্দসমূহকে দূর করে দেবেন এবং তোমাদের ক্ষমা করবেন। আর আল্লাহ অতিশয় দয়ালু।


ট্যাগ্সসমূহ: পবিত্র ، কোরআনে ، ইরানের ، মসজিদ
captcha