IQNA

আল-আকসা তুফান অভিযান শত্রুর কৌশলগত ব্যর্থতা

10:58 - October 15, 2023
সংবাদ: 3474500
তেহরান (ইকনা): হামাস আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান বলেছেন যে ৭, অক্টোবর আল-আকসা ঝড় অভিযান ছিল ইহুদিবাদী শাসকগোষ্ঠীর একটি কৌশলগত ব্যর্থতা। এই হামলা শত্রুরা মোকাবিলা করতে সক্ষম নয় এবং তাই তারা নিরীহ মানুষদের হত্যার আশ্রয় নিয়েছে।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইল আমেরিকার সমর্থন নিয়ে অবরুদ্ধ গাজা নগরীর ওপর ভয়াবহ অপরাধযজ্ঞ চালাচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রতিরোধ সংগ্রাম চলমান রয়েছে বলে ‘মার্কিন-সমর্থিত ইহুদিবাদী প্রকল্প’ ব্যর্থ হতে বাধ্য।
 
তিনি গতরাতে (শনিবার রাতে) হামাসের আল-আকসা টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। হানিয়া বলেন, “আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর পৃষ্ঠপোষকতা নিয়ে ইসরাইল যা করছে তা দ্বিচারিতা এবং মিথ্যায় ভরা। গাজাবাসীকে নির্বিচারে হত্যা করার জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছু দিচ্ছে মার্কিন প্রশাসন।” তিনি বলেন, পশ্চিমাদের চাপ সত্ত্বেও প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনিদের অধিকার আদায়ের সংগ্রাম থেকে পিছপা হবে না।
 
‘আল-আকসা তুফান’ অভিযান ফিলিস্তিনি ভূখণ্ড থেকে দখলদার শক্তির অদৃশ্য হয়ে যাওয়ার সূচনা বলে হানিয়া প্রত্যয় জানান। গাজা উপত্যকার ওপর ইসরাইলি নির্বিচার গণহত্যাকে ‘যুদ্ধাপরাধ’ বলে মন্তব্য করেন হামাস নেতা।
 
ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলে প্রবেশ করে বেসামরিক নাগরিকদের হত্যা করেছে বলে ইসরাইলি গণমাধ্যমগুলো যে প্রচার চালাচ্ছে তা প্রত্যাখ্যান করে ইসমাইল হানিয়া বলেন, ইহুদিবাদী শত্রুর মতো প্রতিরোধ যোদ্ধারা বেসামরিক নাগরিক, শিশু কিংবা বয়োবৃদ্ধদের ওপর হামলা চালায় না। তিনি মিথ্যা তথ্য প্রচার করার জন্য ইসরাইল ও তার পশ্চিমা দোসরদের সমালোচনা করেন।
 
হামাস নেতা বিশ্বব্যাপী ইসরাইল-বিরোধী বিক্ষোভ মিছিলগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এ ধরনের তৎপরতা চালিয়ে যাওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।
 
ইসরাইলি সামরিক বাহিনী গাজা উপত্যকার উত্তর অংশের ১১ লাখ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার যে নির্দেশ দিয়েছে সেদিকে ইঙ্গিত করে হামাস নেতা বলেন, গাজা উপত্যকা কিংবা পশ্চিম তীরের কোনো ফিলিস্তিনি ইসরাইলি নির্দেশ পালন করে মিশরে পালিয়ে যাবে না। তিনি বলেন, “গাজার অধিবাসীদের শেকড় গাজা উপত্যকায় প্রোথিত এবং তারা কোনো অবস্থায় তাদের মাতৃভূমি ত্যাগ করবে না।”
captcha