IQNA

ফিলিস্তিনি সাংবাদিক হত্যার বিষয়ে ইসরাইলের প্রতিবেদনে ফিলিস্তিনি ও মানবাধিকার সংগঠনগুলোর ক্ষোভ

21:18 - September 06, 2022
সংবাদ: 3472415
তেহরান (ইকনা): ফিলিস্তিনি কর্মকর্তা, মানবাধিকার কর্মী এবং আল জাজিরার ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলের পরিবার এই সাংবাদিকের হত্যাকাণ্ডের বিষয়ে ইসরাইলি সরকারের তদন্তের ফলাফলের তীব্র নিন্দা জানিয়েছে। 
ইসরাইলি সরকারের তদন্তে বলা হয়েছে। সাংবাদিক শিরিন আবু আকলের হত্যাকাণ্ড দুর্ঘটনাবশত ঘটেছে।
ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেকে দুর্ঘটনাবশত হত্যার বিষয়ে ইহুদিবাদী শাসক বাহিনীর প্রতিবেদন প্রকাশের পর ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর, ইসরাইলি সামরিক বাহিনী সোমবার ঘোষণা করেছে যে তারা প্রবীণ ফিলিস্তিনি-আমেরিকান সাংবাদিক হত্যার অপরাধ তদন্ত শুরু করবে না।
আল জাজিরা নেটওয়ার্ক এবং মানবাধিকার গোষ্ঠী এবং মিডিয়া সংস্থাগুলি এই প্রতিবেদনের তীব্র নিন্দা করার সময় এই বিবৃতিটি প্রকাশিত হয়েছিল।
৫১ বছর বয়সী সাংবাদিক আবু আকলা ১১ই মে পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি হামলার কভার করার সময় গুলিবিদ্ধ হন, যদিও হেলমেট এবং একটি সাংবাদিকের ভেস্ট পরে মোটা অক্ষরে " PRESS" লেখা ছিল। এ সত্ত্বেও ইসরাইলী বাহিনী তাকে উদ্দেশ্য করে গুলি করে এবং তিনি নিহত হন।
এদিকে ইসরাইল বলেছে, তারা এই হত্যাকাণ্ডে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে বা অপরাধ বিষয়ক তদন্ত চালাতে রাজি নয়।
গত ১১ মে জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় আল-জাযিরা টেলিভিশনে লাইভ সম্প্রচার করতে গিয়ে ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হন শিরিন আবু আকলে। আল-জাযিরা তাৎক্ষণিকভাবে ভিডিও ফুটেজ সরবরাহ করে দাবি করে ইসরাইলি সেনারা শিরিনকে হত্যা করেছে। কিন্তু তেল আবিব ওই অভিযোগ অস্বীকার করে সরাসরি জানিয়ে দেয়, ফিলিস্তিনি যোদ্ধাদের গুলিতে তার মৃত্যু হয়েছে।
ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি দমনপীড়ন বিশ্ববাসীর সামনে তুলে ধরাকে ব্রত হিসেবে নিয়েছিলেন শিরিন
এরপর ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে এ হত্যাকাণ্ডের তদন্ত করতে রাজি হয় ইসরাইল। গতকাল (সোমবার) ওই তদন্ত রিপোর্ট প্রকাশ করে তেল আবিব বলেছে, একজন ইসরাইলি সেনা আল-জাযিরার সাংবাদিককে ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধা ভেবে ভুল করে তার ওপর গুলি চালায়। প্রতিবেদনে বলা হয়, “এটি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি যে, ফিলিস্তিনি বন্দুকধারী ভেবে একজন ইসরাইলি সেনা আবু আকলের ওপর ভুল করে গুলি চালিয়েছে।” রিপোর্টে আরো বলা হয়, ঘটনাটি ‘দুর্ঘটনাক্রমে’ ঘটেছে বলে এ ব্যাপারে কোনো ফৌজদারি তদন্ত প্রক্রিয়া চালানো হবে না।
ইসরাইল এমন সময় ‘ভুলক্রমে’ ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করার কথা স্বীকার করল যখন হতভাগ্য সাংবাদিক বড় অক্ষরে ‘প্রেস’ লেখা ভেস্ট গায়ে পরে লাইভ কভারেজ দিচ্ছিলেন। ইসরাইলি সেনারা সরাসরি তার মুখে গুলি ছোড়ে এবং গুলিটি শিরিনের মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে যায়।ঘটনাস্থল থেকে উদ্ধার করা বুলেটের সূত্র ধরে আল-জাযিরার পক্ষ থেকে জোর গলায় এ হত্যাকাণ্ডে ইসরাইলকে দায়ী করা হয় কারণ, ওই গুলি কেবল ইসরাইলি সেনারাই ব্যবহার করে। 4083569
 
captcha