IQNA

সৌদি আরবে আশুরার শোকানুষ্ঠানে বাধা

0:03 - August 14, 2021
সংবাদ: 3470501
তেহরান (ইকনা): সৌদি আরবের কাতিফ প্রদেশে মহররমের শোকানুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথে সৌদি বাহিনী এই শোকানুষ্ঠানে বাধা প্রয়োগ করেছে এবং এই প্রদেশের মসজিদ ও হুসাইনিয়ার কর্মকর্তাদের তলব করেছে।

মহররম মাসের শুরুতে পবিত্র আশুরার শোকানুষ্ঠান পালনের জন্য সৌদি নিরাপত্তা পুলিশ বিভাগ আল-মাসা’লা মসজিদ এবং ইমাম হুসাইন (আ.) নামক হুসাইনিয়ার মোতাওয়াল্লীকে তলব করে ৬০ হাজার সৌদি রিয়াল জরিমানা করেছে।

এছাড়ও সৌদি নিরাপত্তা বাহিনী কাতিফ প্রদেশের মসজিদসমূহের কর্মকর্তাদের মহররমের শোকানুষ্ঠান বাতিলের অঙ্গীকারে স্বাক্ষর করতে বাধ্য করেছে।

সৌদি আরবের অত্যাচারী শাসক কর্তৃক এভাবে মহরমের শোকানুষ্ঠানে বাধা প্রয়োগের কারণে কাতিফ প্রদেশের অধিবাসীরা উদ্বেগ প্রকাশ করেছে এবং এমতাবস্থায় তারা মহররমের শোকানুষ্ঠান পালন করতে ভয় পাচ্ছে।

প্রতি বছর এই অঞ্চলে মহররমের শোকানুষ্ঠান পালনের ক্ষেত্রে অনেক কঠোরতা করা হয়। এবছর কাতিফের জনগণ রাস্তায় আশুরার শোক পতাকা এবং প্রতীক স্থাপনে অনেক বিধিনিষেধের মুখোমুখি হচ্ছে।

সৌদি শাসকের বিরুদ্ধে যারা কথা বলে এবং শিয়া কর্মীদের গ্রেপ্তারে প্রথা সৌদি আরবে অনেক আগে থেকেই প্রচলিত রয়েছে। তবে ২০১৭ সালের জুন মাস থেকে মোহাম্মাদ বিন সালমানের শাসনের পর থেকে দেশটিতে শিয়া কর্মীদের গ্রেপ্তারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
https://iqna.ir/fa/news/3990265

captcha