IQNA

জাতীয় কুরআন প্রতিযোগিতায় শ্রীলঙ্কার ৮০ জন ক্বারির অংশগ্রহণ

22:23 - December 16, 2019
সংবাদ: 2609846
আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় অবস্থিত ইরানের কালচারাল অ্যাটাশের উদ্যোগে ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় সেদেশের ৮০ জন ক্বারি অংশগ্রহণ করেছেন।

অর্গানাইজেশন ফর ইসলামিক কালচার অ্যান্ড কমিউনিকেশনসের উদ্ধৃত দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানটি ১৪ ও ১৫ই ডিসেম্বর নারী ও পুরুষ ক্বারিদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত জনাব মুহাম্মাদ জায়েরী এবং আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শ্রীলঙ্কান শাখার প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী আলীজাদেহ উপস্থিত ছিলেন। ইরানী কালচারাল অ্যাটাশের ভবনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অসংখ্য দর্শক স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
শ্রীলঙ্কার ১৩ জন দক্ষ কুরআনিক কর্মী এই প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করেছেন। বিচারকগণ সকল প্রতিযোগীর তিলাওয়াত বিবেচনা করে ১৩ জনকে নির্বাচন করেছেন এবং শীর্ষস্থানে উত্তীর্ণ ১৩ জনের মাঝে প্রশংসাপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী আলীজাদেহ পবিত্র কোরআন বোঝার গুরুত্ব এবং এই অলৌকিক গ্রন্থ অনুস্মরণ করার ব্যাপারে জোর দিয়ে বলেছেন: মানবতাকে দুর্দশা থেকে মুক্ত করার জন্য পবিত্র কুরআনের আলোকিত আদেশ ও বার্তাগুলোর অনুসরণ করার প্রয়োজন রয়েছে।
এছাড়াও আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শ্রীলঙ্কান শাখার প্রধান ইসলামী ঐক্যের প্রতি গুরুত্বারোপ করেছেন।
উল্লেখ্য যে, প্রতিযোগিতা চলাকালীন সময়ে শীর্ষস্থানীয় চারজন ক্বারি সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করে এই মাহফিলকে নুরানি করেছেন।  iqna

 

captcha