IQNA

জার্মানের বাজারে “কুরআন ও নারী” শীর্ষক গ্রন্থ প্রকাশ

20:09 - April 04, 2019
সংবাদ: 2608266
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানি ভাষায় বেনিয়ামিন ইড্রিজের লেখা “কুরআন ও নারী” শীর্ষক গ্রন্থটি জার্মানে প্রিন্ট ও প্রকাশিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পেন্টেকোস্টাল (জার্মানের বয়ারান শহর) ইসলামিক সোসাইটির ইমাম বেনিয়ামিন ইড্রিজের এই বইটি লিখেছেন। ১৯২ পৃষ্ঠা বিশিষ্ট এই বাইয়ে লেখক পবিত্র কুরআনের দৃষ্টিতে ইসলামে নারী স্থান তুলে ধরেছেন।
অনেক ইউরোপিয়ানদের মতে ইসলামী আইন এবং নারী বিদ্বেষের সাথে অনেক স্বদৃশ্য রয়েছে। এই বই লেখার মাধ্যমে লেখক এসকল ইউরোপিয়ানদের ভ্রান্তি ধারণ দুর করা চেষ্টা করেছেন। “কুরআন এবং নারী” গ্রন্থে বেনিয়ামিন ইড্রিজ এমন কিছু বিষয় তুলে ধরেছেন যা ইউরোপীয় সমাকে কম বিবেচনা করা হয়। বইটির মূল উৎস হচ্ছে পবিত্র কুরআন।
জার্মানে অবস্থিত ইরানী কালচারাল অ্যাটাশে জানিয়েছেন, এই বইটি অনেক সহজ ভাষায় লেখা হয়েছে। ইসলাম ধর্ম সম্পর্কে যাদের মোটেও ধারণা নেই, তাদের জন্যেও এই বইটি উপযুক্ত।
এই বইটি পড়ার পরামর্শ দেওয়া হয় যারা এই ধর্ম সম্পর্কে আরো জানতে চায়, ইসলাম সম্পর্কে কোন পূর্বপুরুষ ছাড়া। যেসকল ব্যক্তি ইসলাম ধর্ম সম্পর্কে সকল প্রকার কুসংস্কার দূর করে এই ধর্ম সম্পর্কে আরও অধিক জানতে চাই তাদেরকে এই বইটি পড়ার জন্য আহ্বান জানানো হয়েছে। iqna

captcha