IQNA

জাপানে ৬ বছরেরে শিশুর কুরআন তিলাওয়াত + ভিডিও

20:36 - December 26, 2018
সংবাদ: 2607621
আন্তর্জাতিক ডেস্ক: টোকিওয় ইরানী কালচারাল সেন্টারে "ইরানীদের সাথে এক রাত" অনুষ্ঠানে পাকিস্তানের বংশোদ্ভূত জাপানের নাগরিক সৈয়দ আউন আব্বাস কামুরা কুরআন তিলাওয়াত করেছেন।

জাপানে ৬ বছরেরে শিশুর কুরআন তিলাওয়াত + ভিডিওবার্তা সংস্থা ইকনা: উক্ত অনুষ্ঠানটি ২২শে ডিসেম্বরে "শাবে ইয়ালদা" (বছরের সর্ববৃহৎ রাত্রি) উপলক্ষে ইরানী কালচারাল অ্যাটাশের পক্ষ থেকে এবং ইরানের দূতাবাসের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে ৩০০ জনের অধিক মেহমান উপস্থিত ছিলেন। "ইরানীদের সাথে এক রাত" অনুষ্ঠানটি ইরানী কালচারাল অ্যাটাশের ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি পাকিস্তানের বংশোদ্ভূত জাপানের নাগরিক সৈয়দ আউন আব্বাস কামুরা'র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচনা হয়েছে। ৬ বছরের সৈয়দ আউন আব্বাস কামুর ১০ পারারও অধিক কুরআন মুখস্থ করেছেন।
অনুষ্ঠানে সৈয়দ আউন আব্বাস সূরা বালাদ তিলাওয়াত করেছেন।
iqna

captcha