IQNA

সোমালিয়ায় ধর্মীয় কেন্দ্রে আক্রমণ: নিহত ১৮

15:21 - November 28, 2018
সংবাদ: 2607368
আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার উত্তরাঞ্চলে একটি ধর্মীয় সেন্টারে সন্ত্রাসী গোষ্ঠী আশ-শাবাব হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই হামলায় এক ধর্মীয় পণ্ডিত ও তার ১৭ জন ছাত্র নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: সোমালিয়ার গালকাউই শহরের পুলিশ সুপার আহমাদ আভালা ঘোষণা করেছেন: ২৬শে নভেম্বর সশস্ত্র গ্রুপ দেশের উত্তরাঞ্চলীয় একটি ধর্মীয় সম্প্রদায়ের বাড়ীতে হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই হামলায় ধর্মীয় নেতা ও তার ১৭ জন ছাত্র নিহত হয়েছেন।
তিনি বলেন: এছাড়াও ২০ জন আহত হয়েছে। হামলার খাবর পেয়ে নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে, নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষের ফলে বেশ কয়েক জন সন্ত্রাসী নিহত হয়েছে।
উল্লেখ্য, ২৬শে নভেম্বর সকালে গালকাউই শহরের ধর্মীয় সেন্টারের সামনে একটি গাড়িতে রাখা বোমা বিস্ফোরণের ঘটে। বোমা বিস্ফোরণের পর আশ-শাবাবের চার জন সশস্ত্র সন্ত্রাসী ধর্মীয় সেন্টারে দিকে এলোপাথাড়ি গুলি ছোড়ে। নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের ফলে তিন সন্ত্রাসী নিহত হয় এবং একজন গ্রেফতার হয়।
আশ-শাবাবের মুখপাত্র "আব্দুল আজিজ আবু মুসয়াব" এ ব্যাপারে বলেছে: আশ-শাবাবের সশস্ত্র ব্যক্তিরা সোমালিয়ার উত্তরাঞ্চলের গালকাউই শহরের একটি ধর্মীয় সেন্টারে হামলা চালিয়ে এক জন ধর্মীয় নেতা ও তার ১৭ জন শিষ্যকে হত্যা করেছে। আবু মুসয়াব দাবী করেছে, ধর্মীয় নেতা হযরত মুহাম্মাদ (সা.)কে অবমাননা করেছে।
সোমালিয়া শাখ অঞ্চলের উপকূলীয় এক দেশ। দেশটির পশ্চিমে ইথিওপিয়া, উত্তর পশ্চিমে জিবুতি, উত্তরে অ্যাডিন উপসাগর, পূর্বে ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে কেনিয়ার অবস্থান।
iqna

captcha