IQNA

দুই শিয়া যুবকের মৃত্যুদণ্ডের প্রদানের আহ্বানে সৌদি প্রসিকিউটর

23:48 - November 05, 2018
সংবাদ: 2607127
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল বাহরাইনে বন্দি দুই শিয়া যুবকের মৃত্যুদণ্ড প্রদানের আহ্বান জানিয়েছে।

দুই শিয়া যুবকের মৃত্যুদণ্ডের প্রদানের আহ্বানে সৌদি প্রসিকিউটরবার্তা সংস্থা ইকনা: গত সপ্তাহে বাহরাইনের শিয়া যুবক জাফর মুহাম্মদ ও সাদিক মজিদের বিচারকার্য সম্পন্ন করার জন্য সৌদি আদালতে উপস্থিত করানো হয়েছে। এই দুই যুবকের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের সহিত ভারি অভিযোগ আনা হয়েছে। বাহরাইন থেকে সৌদি আরবে চোরাই পথে বিস্ফোরক দ্রব্য প্রবেশ করা হয়েছে বলে এই যুবকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এ ব্যাপারে এই দুই যুবকের উকিল সাদিক জাবরান বলেন: বিচারের দ্বিতীয় শুনানি ৯ম নভেম্বর অনুষ্ঠিত হবে। ঐ দিকে এই দুই যুবকের বিরুদ্ধে আনা অভিযোগের উত্তর দেয়া হবে।
উল্লেখ্য, ২০১৫ সালের মে মাসে সৌদি আরব ও বাহরাইনের মধ্যকার একটি সেতু থেকে বাহরাইনের এই দুই যুবককে অপহরণ করা হয়েছে। অপহরণের পর মানবাধিকার কর্মীরা ব্যাপক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
জাফর মুহাম্মাদের পরিবার তার উচ্চ আত্মার মূল্যায়ন করেছে কিন্তু সৌদি অ্যাটর্নি জেনারেল এধরণের আহ্বানের জন্য উদ্বেগ প্রকাশ করেছে।
iqna

 

captcha