IQNA

পোল্যান্ডের সংসদ প্রতিনিধি:

ইউরোপে সৌদি আরবের মসজিদ নির্মাণ প্রকল্প বন্ধ করতে হবে

23:22 - August 31, 2018
সংবাদ: 2606596
আন্তর্জাতিক ডেস্ক: পোল্যান্ডের সংসদ প্রতিনিধি ডোমিনিক তারিসিনস্কি বলেছে, যতক্ষণ পর্যন্ত সৌদি আরব তাদের ভূমিতে গির্জা নির্মাণের অনুমতি দেবে না, ততক্ষণ পর্যন্ত সৌদি আরব ইউরোপে মসজিদ নির্মাণ করতে পারবে না।




বার্তা সংস্থা ইকনা: পোল্যান্ডের এই সংসদ প্রতিনিধি বর্তমানে ইউরোপে বোরকা নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে সেসম্পর্কে বলেছে, ইউরোপে নিরাপত্তার জন্য ইসলামী এই পোশাক নিষিদ্ধ হওয়া উচিত।
ডোমিনিক তারিসিনস্কি আরও বলেছে, এই কাজের মাধ্যমে ইউরোপে "ইসলামী চরমপন্থি"দের দেখিয়ে দিতে হবে যে, সৌদি আরবে ইউরোপিয়ানদের যে অধিকার দেওয়া হয়েছে, তার থেকে অধিক অধিকার তাদেরকে দেয়া হবে না।
পোল্যান্ডের এই সংসদ প্রতিনিধি গুরুত্বারোপ করে বলেছে, সৌদি আরবে যেমন খ্রিস্টান ক্রুশ নিষিদ্ধ, ঠিক তেমন ইউরোপেও মুখ ঠেকে হিজাব করা বন্ধ করতে হবে।
পোল্যান্ডে আইনশৃঙ্খলা ও বিচারের বিভাগের ক্ষমতাসীন পার্টির সদস্য তারিসিনস্কি যুক্তরাজ্যে অবৈধ অভিবাসনের বিষয়ে বামপন্থী লিবারেল সংবাদপত্রের সাংবাদিক "ক্যাটি নিউম্যানের" সাথে বিতর্কের পর আলোচনার শীর্ষে উঠে এসেছে।
ইউরোপে সবচেয়ে বিতর্কিত বিষয়গুলির মধ্যে বোরকা নিষেধাজ্ঞা বিষয়টি অন্যতম। ইউরোপে এই বিষয়টির প্রতিপক্ষ ও বিরোধীপক্ষ রয়েছে।
ইউরোপরে  জার্মান, বেলজিয়াম এবং অস্ট্রিয়ায় বোরকা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষিত হয়েছে। এছাড়া ইউরোপের বেশ কয়েকটি দেশে স্কুল, হাসপাতাল এবং পাবলিক পরিবহনে বোরকা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
iqna

 

captcha