IQNA

আরাফাত ময়দানের নাম আরাফাত কেন হল?

15:59 - August 30, 2017
সংবাদ: 2603716
ইতিহাসের বর্ণনা অনুযায়ী আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল (আ.) যখন নবী হযরত ইবরাহিমকে (আ.) হজ্বের আমল শিক্ষা দান করেন। অত:পর যখন তারা আরাফাতের ময়দানের পৌঁছান, তখন হযরত জিবরাইল তাকে জিজ্ঞাসা করেন : আরাফতা «عرفت؟» অর্থাৎ তুমি কি চিনতে পেরেছ? হযরত হযরত ইবরাহিম বলেন: জি হ্যাঁ। এ কারণে এ স্থানের নাম আরাফাত হিসেবে পরিচিতি পায়।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসলামি বর্ষপঞ্জি হিসেবে ৯ই জিলহজ্ব হচ্ছে আরাফাতের দিন। এ দিনে আল্লাহ তিনটি স্থানের প্রতি বিশেষ দৃষ্টি আরোপ করেন-

১- কারবালাতে ইমাম হুসাইনের (আ.) মাজার ও ইমামের জিয়ারতকারীদের প্রতি

২- মক্কার নিকটবর্তী আরাফাতের ময়দানে; যেখানে হাজিরা সমবেত হয় হজ্বের আনুষ্ঠানিকতা সম্পন্নের উদ্দেশ্য

৩- পৃথিবীর যে কোন স্থানে মানুষ আল্লাহর উদ্দেশ্যে মুনাজাতের নিয়তে হাত উত্তোলন করে

হাদিসের বর্ণনা অনুযায়ী আরাফাত ময়দানের নামকরণের নেপথ্য কারণের প্রতি ইশারা করে বলা হয়েছে-

হযরত জিবরাইল (আ.) যখন নবী হযরত ইবরাহিমকে (আ.)  হজ্বের আমল শিক্ষা দান করেন। অত:পর যখন তারা আরাফাতের ময়দানের পৌঁছান, তখন হযরত জিবরাইল তাকে জিজ্ঞাসা করেন : আরাফতা «عرفت؟» অর্থাৎ তুমি কি চিনতে পেরেছ? হযরত হযরত ইবরাহিম বলেন: জি হ্যাঁ। এ কারণে এ স্থানের নাম আরাফাত হিসেবে পরিচিতি পায়।

অপর একটি বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে, যেহেতু হজ্বের বিধান অনুযায়ী প্রত্যেক হাজিকে আরাফাতের ময়দানে হাজির হয়ে নিজেদের কৃত গুনাহসমূহের স্বীকারোক্তি করে আল্লাহর দরবারে সেগুলো ক্ষমার জন্য প্রার্থনা করতে হয়; এ কারণে এ স্থানের নাম হয় আরাফাত।
captcha