IQNA

মুক্তিপ্রাপ্ত ইরানী যুদ্ধবন্দীদের স্বদেশ প্রত্যাবর্তন

19:48 - August 19, 2022
সংবাদ: 3472319
তেহরান (ইকনা): যেভাবে তারা জনগণের উষ্ণ বিদায়ী সম্বর্ধনার মধ্য দিয়ে বাতিলের (মিথ্যা) বিরুদ্ধে হক্কের (সত্য) রণাঙ্গনে গিয়েছিলেন ঠিক তেমনি মুক্তি প্রাপ্ত ইরানী যুদ্ধবন্দীদেরকে উষ্ণ সম্বর্ধনা প্রদান করে জন্মভূমিতে তাদের বীরদর্পে প্রত্যাবর্তনকে স্বাগতম ও খোশ আমদেদ জানায় ইরানী জনগণ ১৭ জুলাই ১৯৯০ ।

যেভাবে তারা জনগণের উষ্ণ বিদায়ী সম্বর্ধনার মধ্য দিয়ে বাতিলের (মিথ্যা) বিরুদ্ধে হক্কের (সত্য) রণাঙ্গনে গিয়েছিলেন ঠিক তেমনি মুক্তি প্রাপ্ত ইরানী যুদ্ধবন্দীদেরকে উষ্ণ সম্বর্ধনা প্রদান করে জন্মভূমিতে তাদের বীরদর্পে প্রত্যাবর্তনকে স্বাগতম ও খোশ আমদেদ জানায় ইরানী জনগণ ১৭ জুলাই ১৯৯০ ।
১৭ জুলাই ১৯৯০ ( ২৬ মোরদাদ, ১৩৬৯ ) মুক্তি প্রাপ্ত ইরানী যুদ্ধবন্দীদের স্মৃতিবিজড়িত স্বদেশ প্রত্যাবর্তন দিবস মুবারক। কুয়েত আক্রমণ ও জবর দখল করার পর ইরানের আক্রমণ থেকে নিরাপদ থাকার জন্য ইরাকের ডিক্টেটর সাদ্দাম অপ্রত্যাশিতভাবে এবং কোনো ধরণের পূর্ব শর্ত আরোপ করা ছাড়াই ইরানী যুদ্ধবন্দীদেরকে একতরফা মুক্তি দেয় । এ ভাবে মুক্তি পেয়ে বিজয়ী বীরবেশে ও জনতার উষ্ণ সম্বর্ধনার মধ্য দিয়ে তাদের স্বদেশ প্রত্যাবর্তন যেন সে দিন ( ১৭ জুলাই ১৯৯০ ) বহু বছর ধরে দীর্ঘ প্রতীক্ষার পর কেনানে হযরত ইয়াকূবের ( আ) কাছে হারিয়ে যাওয়া হযরত ইউসুফের (আ) প্রত্যাবর্তনের ঘটনাকেই স্মরণ করিয়ে দেয়!!

ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

captcha