IQNA

ইমাম হুসাইন (আ.)এর মাজারের পতাকা পরিবর্তনের অনুষ্ঠানে "লাব্বাইক ইয়া হুসাইন" ধ্বনি + ছবি ও ভিডিও

18:41 - August 07, 2022
সংবাদ: 3472256
তেহরান (ইকনা): মহররম মাসের সূচনা উপলক্ষে ইমাম হুসাইনের (আ.) মাজারের গম্বুজের লাল পতাকা পরিবর্তন করে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। আহলে বাইত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে এবং ইমাম হুসাইন (আ.)এর মাজারের খাদেম ও পরিচালকের উপস্থিতিতে এই পতাকা পরিবর্তন করা হয়েছে। 

ইমাম হুসাইনের (আ.) মাজারের গম্বুজের লাল পতাকা পরিবর্তনের বার্ষিক আনুষ্ঠানিকতা গত ২৯শে জুলাই রাতে “লাব্বাইক ইয়া হুসাইন (আ.)” ধ্বনিতে মুখরিত অবস্থায় মহররম শুরুর দিন অনুষ্ঠিত হয়। মাজারের জিয়ারতকারীগণ এবং আবা আবদুল্লাহ আল-হুসাইন (আ.)এর ভক্তদের উপস্থিতিতে এবং কালো পতাকাকে শোকের চিহ্ন হিসাবে প্রতিস্থাপন করা হয়েছে।
এই অনুষ্ঠানের ধারাবাহিকতায় হযরত আবুল ফজল আল-আব্বাস (আ.)-এর গম্বুজের পতাকাও পরিবর্তন করা হয় এবং "ইয়া সাকি আতাশি কারবালা" (কারবালার তৃষ্ণার্তদের তৃষ্ণা নিবারণকারী) শ্লোগানের মাধ্যমে নতুন পতাকা পরিবর্তন করা হয়।
ইমাম হুসইন (আ.)এর মাজারের গম্বুজের পতাকা পরিবর্তনের অনুষ্ঠানের ছবি ও ভিডিও নিচে তুলে ধরা হল:
4074463
 
 
 
নীচে, হযরত আবুল ফজল আল-আব্বাস (আ.)-এর পবিত্র মাযারের পতাকা পরিবর্তন করার কিছ ছবি তুলে ধরা হল:
 

 

captcha