IQNA

ইরানের প্রেসিডেন্ট

আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো ইরানের ব্যাপারে হিসাব-নিকাশে ভুল করছে

12:45 - July 05, 2022
সংবাদ: 3472090
তেহরান (ইকনা): ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলার একই সময়ে আইএইএ’র নির্বাহী বোর্ডে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ ইরানবিরোধী যে প্রস্তাব পাস করেছে তা আলোচনার চেতনা-পরিপন্থি এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক।
আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো ইরানের ব্যাপারে হিসাব-নিকাশে ভুল করছেতেহরানে সুইজারল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত নাদিন ওলিভেরি লোজানো গতকাল (সোমবার) প্রেসিডেন্ট রায়িসির কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি একথা বলেন। তেহরানে মার্কিন দূতাবাস না থাকায় সুইস রাষ্ট্রদূত ইরানে মার্কিন স্বার্থ দেখাশুনা করেন। পার্সটুডে
 
গত ৮ জুন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র নির্বাহী বোর্ডের সভায় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানবিরোধী একটি প্রস্তাব উত্থাপন করে। রাশিয়া ও চীনের ঘোর বিরোধিতা সত্ত্বেও প্রস্তাবটি পাস করা হয়।
 
সুইস রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা এবং চলমান আলোচনার আনুষঙ্গিক কার্যক্রমের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে কিনা সে সিদ্ধান্ত ওয়াশিংটনকে নিতে হবে। তেহরানে সুইস দূতাবাসের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে রায়িসি বলেন, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো ইরানের ব্যাপারে হিসাব নিকাশে ভুল করছে।
 
পাশ্চাতের সর্বগ্রাসী শত্রুতা সত্ত্বেও ইরান যে দ্রুতগতিতে উন্নতি করে যাচ্ছে এবং পাশ্চাত্যের আগ্রাসী নীতি যে ইরানে উল্টো ফল দিচ্ছে সেকথা সুইজারল্যান্ডসহ সব পশ্চিমা দেশের কাছে তুলে ধরার জন্য নয়া সুইস রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট।  
 
সাক্ষাতে নাদিন লোজানো  বলেন, ইরান ও সুইজারল্যান্ডের মধ্যে ১০০ বছরেরও বেশি সময় ধরে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং এই দীর্ঘ সময়ে দু’দেশের সম্পর্ক ও সহযোগিতা ছিল ইতিবাচক ও গঠনমূলক। তিনি দায়িত্ব পালনের সময় এ সম্পর্ককে আরো শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন।একইসঙ্গে আন্তর্জাতিক রাজনীতিতে সুইজারল্যান্ড নিজের নিরপেক্ষ অবস্থান ধরে রাখবে বলেও জানান সুইস রাষ্ট্রদূত।  iqna
captcha