IQNA

দুই বছর পর বাইনুল হারামাইনে ঈদুল ফিতরের নামাজ + ছবি

18:54 - May 04, 2022
সংবাদ: 3471810
তেহরান (ইকনা):  হাজার হাজার মুসল্লির স্বতঃফূত উপস্থিতির মাধ্যমে ইরাকের পবিত্র নগরী কারবালায় বাইনুল হারামাইনে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
দুই বছরের বিরতির পর মঙ্গলবার ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.)-এর পবিত্র মাজারে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
 
কারবালার বাইনুল হারামাইনে আধ্যাত্মিক পরিবেশে এবং সর্বশক্তিমান আল্লাহ, মহানবী (সা.) ও আহলে বাইত (সা.)-এর ভালোবাসায় পূর্ণ হৃদয়ে এই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
 
দুই ভাই অর্থাৎ ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.)-এর পবিত্র মাজারের মধ্যবর্তী স্থান “বাইনুল হারামাইন” নামে প্রসিদ্ধ। এই পবিত্র স্থানে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে ঈদের নামাজের ইমামতি করেন সাইয়্যেদ মূর্তজা কাজভিনী। 
 
ইরাকে ৬ জন ইমাম এবং ইমামদের অনেক সন্তানদের মাযার রয়েছে। এই বিষয়ের উপর ইঙ্গিত দিয়ে তিনি বলেন: মহান আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের জন্য অনেক বড় নেয়ামত এবং এই নেয়ামতের জন্য আমাদের শুকরিয়া আদায় করা ফরজ।
 
তিনি ইরাকি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর জন্য দোয়া করে ঈদুল ফিতরের নামাজের খুতবা শেষ করেন এবং ইরাকের স্বাধীনতা ও নেয়ামত প্রদানের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
 
কয়েক দিন ধরে জিয়ারতকারী এবং ঈদের নামাজ আদায়কারীদের অধিক সেবা প্রদানের জন্য ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.)-এর পবিত্র মাজারের খাদেমগণ প্রস্তুতি গ্রহণ করেছেন।
 
উল্লেখ্য যে, করোনা ভাইরাস বিস্তারের কারণে গত দুই বছর ধরে কারবালার বাইনুল হারামাইনে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়নি। iqna
 

اقامه نماز عید فطر در بین الحرمین پس از دو سال وقفه + عکس

اقامه نماز عید فطر در بین الحرمین پس از دو سال وقفه + عکس

اقامه نماز عید فطر در بین الحرمین پس از دو سال وقفه + عکس

اقامه نماز عید فطر در بین الحرمین پس از دو سال وقفه + عکس

اقامه نماز عید فطر در بین الحرمین پس از دو سال وقفه + عکس

 

 

captcha