IQNA

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় বহু হতাহত / গ্রিন জোন বন্ধ + ভিডিও

17:44 - January 21, 2021
সংবাদ: 2612141
তেহরান (ইকনা): ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। 

আল-আলম নিউজ নেটওয়ার্ক ব্রেকিং নিউজে ঘোষণা করেছে: ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলীয় একটি বাজারে বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৮ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছে।
 
স্থানীয় সূত্র বলেছে: বাগদাদের কেন্দ্রস্থলীয় “আত-তাইরান” স্কোয়ার ও “বাবুশ শারকিয়া” অঞ্চলে শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়েছে।  
 
বাগদাদ অপারেশনস কমান্ডও একটি বিবৃতি বলেছেন: আজ দুপুরের পরে বাগদাদের আত-তাইরান স্কোয়ারে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এরফলে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। 
বাগদাদ অপারশেনস কমান্ড তার বিবৃতিতে বিস্তারিত কোন তথ্য উল্লেখ করেননি। 
 
এদিকে "মাওয়াজিন নিউজ" বলেছে: এই দুটি বিস্ফোরণের পরে বাগদাদের গ্রিন জোনের আশেপাশের সুরক্ষা ব্যবস্থা কঠোর করা হয়েছে এবং এই অঞ্চলের প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
 
কারবালায় নিরাপত্তা ব্যবস্থা  জোরদার
 
ইরাকের পবিত্র নগরী কারবালার এক নিরাপত্তা সূত্র জানিয়েছে: এই বিস্ফোরণের পর কারবালার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। 
 
এই নিরাপত্তা সূত্র ঘোষণা করেছে: কারবালা শহরের প্রধান প্রবেশদ্বার সহ অন্যান্য স্থানে সেনা মোতায়েন করা হয়েছে। iqna
 
বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় বহু হতাহত / গ্রিন জোন বন্ধ + ভিডিও
 

 

captcha