IQNA

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারক প্যানেলে ৬ জন ইরানী এবং ৫ জন বিদেশি বিচারক

20:41 - January 19, 2021
সংবাদ: 2612131
তেহরান (ইকনা): ইরানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সেমিফাইনালের জন্য বিচারক প্যানেলে সদস্যের সংখ্যা ঘোষণা করা হয়েছে। এই প্যানেলে মোট ১১ জন বিচারক আছেন এবং এরমধ্যে ইরানসহ অন্য ৫টি দেশের মোট ১১ জন বিচারক বিচারকার্যের দায়িত্ব পালন করবেন। 
ইসলামী প্রজাতন্ত্রের ইরানে অনুষ্ঠিতব্য ৩৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সেমিফাইনালের জন্য বিচারকমণ্ডলীদের  নাম ঘোষণা করা হয়েছে। বিচারকমণ্ডলীদের মধ্যে ইরানসহ অন্য পাঁচটি দেশের ১১ জন বিচারক বিচারক প্যানেলে উপস্থিত থাকবেন।
 
তদনুসারে ৩৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ইরানের বিচারকগণ হলেন তাজবিদ  বিভাগে মোহাম্মদ রেজা সুতুদেহনিয়া, ওয়াক্ফ ও এবতিদা বিভাগে হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ রেজা শহিদপুর, সুর বিভাগে রহিম খাকি, স্বর বিভাগে মাহমুদ লাতিফিনিয়া, হেফজ বিভাগে মেহেদী হাসানী ও মাহদী আব্বাস দায়িত্ব পালন করবেন। 
 
এছাড়াও বিদেশী বিচারগণ হলেন, তাজবিদ বিভাগে লেবাননের শাইখ তালাল মিসমার, ওয়াকফ ও এবতিদা বিভাগে ইরাকের আলী আল-খাফাজী, সুর বিভাগে ইন্দোনেশিয়ার মোহাম্মাদ আলী, স্বর  বিভাগে সিরিয়ার শাইখ রেজওয়ান এবং হেফজ বিভাগে সুদানের আল-বাদরী ওমর উপস্থিত থাকবেন। চলতি বলরে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বিচারকগণ সামাজিক মিডিয়ার মাধ্যমে এই প্রতিযোগিতার বিচারকার্য সম্পন্ন করবেন। 
 
ইরানের ৩৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব আগামীকাল ২০শে জানুয়ারি থেকে শুরু হবে। এই প্রতিযোগিতার অনুষ্ঠান টানা তিন দিন অব্যাহত থাকবে।
 
৩৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৭০টি দেশের মোট ১২০ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এরমধ্যে ৫০ জন চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হবেন। iqna
 
captcha