IQNA

কাবুলে গুলিতে দুই নারী বিচারপতি নিহত

21:47 - January 17, 2021
সংবাদ: 2612123
তেহরান (ইকনা): আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীদের গুলিতে সুপ্রিম কোর্টের দুজন নারী বিচারপতি নিহত হয়েছেন। 
পুলিশ বলেছে, আজ (রোববার) সকালে গাড়িতে করে কাবুলে কর্মস্থলে যাওয়ার সময় ওই বিচারপতিদের ওপর এ হামলা চালানো হয়। পার্সটুডে
 
আফগানিস্তানের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মুখপাত্র জামশিদ রাসুলি বলেন, নিহত দুই বিচারপতি সুপ্রিম কোর্টে দায়িত্ব পালন করতেন। হামলায় আরও দুই জন আহত হয়েছে। মোটরসাইকেল আরোহী অস্ত্রধারীরা হামলার পর পালিয়ে যায়।
 
এদিকে, গত শুক্রবার দিবাগত রাতে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে তালেবানের এক হামলায় কমপক্ষে ৯ আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। পুলিশের দুটি তল্লাশি ফাঁড়িতে এই হামলা হয়।
 
তাজিকিস্তান সীমান্তের ওই দুই ফাঁড়িতে যুগপৎ হামলা চালায় তালেবান যোদ্ধারা। এ অঞ্চলে নিয়মিতভাবে সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তালেবানের লড়াই চলছে।
 
সর্বশেষ ওই হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন কুন্দুজের গভর্নর আবদুল সাত্তার মির্জাকাওয়াল। iqna
captcha