IQNA

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সম্পর্কে কিছুই জানতেন না ট্রাম্প: মাহাথির

0:01 - January 15, 2021
সংবাদ: 2612111
তেহরান (ইকনা): মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো সম্পর্কে বাস্তবে কিছুই জানতেন না। জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর এই অঞ্চলের দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা করতেই পারে।
বার্তা সংস্থা রয়টার্সকে ৭ জানুয়ারি দেওয়া সাক্ষাৎকারে মাহাথির মোহাম্মদ এ কথা বলেন। তাঁর ওই সাক্ষাৎকার রয়টার্স নেক্সট সম্মেলনে আজ বৃহস্পতিবার প্রচার করা হয়েছে। সাক্ষাৎকারে মাহাথির আরও বলেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে ‘অহেতুক বাণিজ্যযুদ্ধ’ চলছে, তারও অবসান হবে বাইডেনের আমলে। 
 
মাহাথির বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের শাসন আমলের তুলনায় আমরা ভিন্ন কিছু আশা করছি। কারণ, ট্রাম্প দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো সম্পর্কে কিছুই জানতেন না।’ তিনি বলেন, ‘ট্রাম্প প্রায় প্রতিটি দেশের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তবে আমার ধারণা, বাইডেন এই নীতির পরিবর্তন করতে চাইবেন। এ নিয়ে তাঁর একধরনের বোঝাপড়া রয়েছে, অনেকে দেশের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা অতীতে যুক্তরাষ্ট্রের জন্য বেশ সহায়ক ছিল।’
 
ট্রাম্পের আমলে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হয়েছে। ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ (সবার আগে যুক্তরাষ্ট্র) নীতির কারণে পুরো বিশ্বই একধরনের ঝাঁকুনি খেয়েছে। তাঁর আমলেই চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া মিত্রদের সঙ্গে বিরোধে জড়িয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনও এমন কথা নির্বাচনী প্রচারের সময় বলেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করা প্যারিস চুক্তিতে ফিরবে তাঁর দেশ। বৈশ্বিক নেতৃত্বে আবারও নিজেদের অবস্থান পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
 
মাহাথির বলেন, ‘আমি বিশ্বাস করি না, চীনের সঙ্গে এই অহেতুক বাণিজ্যযুদ্ধ চালিয়ে যাবেন বাইডেন। কিছু পদক্ষেপ নেওয়া উচিত, যার মধ্য দিয়ে এই অসামঞ্জস্য বাণিজ্যসংক্রান্ত সমস্যার সমাধান হবে। কিন্তু বাণিজ্যযুদ্ধ এমন কিছু নয়, যা বাইডেন জারি রাখবেন।’
 
চীনের সঙ্গে নিজ দেশ মালয়েশিয়ার সম্পর্ক কেমন হওয়া উচিত, তা নিয়েও কথা বলেছেন মাহাথির। তিনি বলেন, চীনের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক কেমন হবে, তা নির্ধারণে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে।
সূত্র: প্রথম আলো
captcha