IQNA

দেশের বিভিন্ন লাইব্রেরিতে “মহাবীর শহীদ সোলাইমানি” শীর্ষক গ্রন্থ

0:02 - December 20, 2020
সংবাদ: 2611985
তেহরান (ইকনা): ঢাকাস্থ ইরানি কালচারাল কাউন্সিলরের উদ্যোগে “মহাবীর শহীদ সোলাইমানি: সাম্রাজ্যবাদ ও সন্ত্রাসবাদবিরোধী অমর সেনানায়ক” শীর্ষক গ্রন্থটি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং পাবলিক লাইব্রেরিতে বিতরণ করা হয়েছে।

মার্কিন সন্ত্রাসী হামলায় শহীদ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানির জীবন ও কর্ম, বক্তৃতামালা, ওসিয়তনামা এবং তাঁর জীবনের সর্বশেষ সাক্ষাৎকারসহ নানা বিষয় এই বাইটিতে তুলে ধরা হয়েছে।

তাঁর প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ ইরানি কালচারাল কাউন্সিলরের উদ্যোগে অনুদিত “মহাবীর শহীদ সোলাইমানি: সাম্রাজ্যবাদ ও সন্ত্রাসবাদবিরোধী অমর সেনানায়ক” শীর্ষক গ্রন্থটি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং পাবলিক লাইব্রেরিতে বিতরণ করা হয়েছে।

এই গ্রন্থটি “সূচীপত্র” প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। ৩৬০ পৃষ্ঠা বিশিষ্ট এই গ্রন্থটি এক হাজার কপি প্রিন্ট করা হয়েছে।

এই বইয়ের বিষয়গুলির মধ্যে রয়েছে শহীদ কাসেম সোলাইমানির জীবনী এবং শহীদ কাসেম সোলাইমানির সম্পর্কে প্রবন্ধসমূহ, শহীদ পরিবারের আধ্যাত্মিক পিতা, শহীদ কাসেম সোলাইমানির বক্তব্যে তাঁর শাহাদতের ভবিষ্যদ্বাণী এবং শহীদ ইউসুফ এলাহির কবরের পাশে শহীদ কাসেম সোলাইমানির সমাহিত হওয়ার ওসিয়ত।

এই বইয়ের অপর অংশে রয়েছে: বিপ্লব-উত্তর ইরানে সর্বোচ্চ পদক 'জুলফিকার' অর্জন, শহীদ কাসেম সোলাইমানির সর্বশেষ সাক্ষাৎকার, তাঁর জানাজা ও দাফন অনুষ্ঠান, শহীদ কাসেম সোলাইমানির জানাজার নামাজে তাঁর মেয়ে জয়নাব সোলাইমানির বক্তব্য, ইসলামী বিপ্লবের মহান নেতার অভিনন্দন ও সমবেদনা বানী, শহীদ কাসেম সোলাইমানির সম্পর্কে সর্বোচ্চ নেতার বানী এবং জুমার খুতবা।

এছাড়াও “মহাবীর শহীদ সোলাইমানি: সাম্রাজ্যবাদ ও সন্ত্রাসবাদবিরোধী অমর সেনানায়ক” শীর্ষক গ্রন্থে ইরাকের শীর্ষ শিয়া আলেম গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি অভিনন্দন ও সমবেদনা বার্তা, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ’র দুইটি গুরুত্বপূর্ণ বক্তব্য, বিশ্বব্যাপী প্রতিক্রিয়া, বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, নেতা, বুদ্ধিজীবী ও সাংবাদিকদের বার্তা, বাংলাদেশের গণমাধ্যম, বুদ্ধিজীবী এবং পণ্ডিতদের বিবৃতি, শহীদ কাসেম সোলাইমানির স্মরণে বাংলাদেশি কবিদের কবিতা এবং সংক্ষিপ্তসারে শহীদ আবু মাহদী আল-মোহনদেসের জীবনী তুলে ধরা হয়েছে। iqna

 

captcha