IQNA

বাবরি মসজিদ মামলা : কোর্টে হিন্দু নয় মুসলিমরাই প্রশ্নবাণের শিকার

19:43 - October 15, 2019
সংবাদ: 2609442
আন্তর্জাতিক ডেস্ক: বাবরি মসজিদ মামলায় শুধু মুসলমানদেরই প্রশ্ন করা হচ্ছে, হিন্দুদের প্রশ্ন করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন মুসলিম দলের প্রবীণ আইনজীবি রাজীব ধাওয়ান। গতকাল সোমবার মামলার শেষ শুনানি শুরু হওয়ার প্রাক্কালে মুখ্য বিচারপতি রঞ্জন গগৌয়ের নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চের সামনে এ অভিযোগ উত্থাপন করেন তিনি। খবর দ্য ইকোনমিক টাইমস।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বাবরি মসজিদ মামলার চূড়ান্ত শুনানির ৩৮তম দিনে ৫ সদস্যের বেঞ্চকে বলেন, আপনাদের প্রধান কেবল মুসলিমদের প্রশ্ন করছেন। অপরপক্ষের হিন্দুদের প্রশ্ন করছেন ন। তবুও আমরা উত্তর দিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, সোমবার দশমির বিরতির পর শুরু হয়েছে বাবরি মসজিদ মামলার চূড়ান্ত শুনানি। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গত ৬ আগস্ট অযোধ্যা মামলার শুনানি শুরু করেছিল।

প্রধান বিচারপতি জানিয়েছেন, ১৭ অক্টোবরের মধ্যেই অযোধ্যা মামলার শুনানি শেষ করবে শীর্ষ আদালত৷ তাই প্রতিদিন শুনানির ব্যবস্থা করা হয়।

২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল, অযোধ্যার ২.৭৭ একরের বিতর্কিত জমিটি তিনটি পার্টি, সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মহি আখরা ও রাম লালা-র মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া হবে৷ এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ১৪টি পিটিশন জমা পড়ে সুপ্রিম কোর্টে। কমবেশি ৫টি মামলা দায়ের করা হয় নিম্ন আদালতে।  fateh24

captcha