IQNA

মসজিদে হারাম ও নববিতে নতুন ইমাম-খতিব নিয়োগ

0:02 - October 14, 2019
সংবাদ: 2609434
আন্তর্জাতিক ডেস্ক: মক্কা মোকাররমার মসজিদে হারাম এবং মদিনা মুনাওয়ারার মসজিদে নববিতে বেশ কয়েকজন নতুন খতিব ও ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত খতিবরা আগে থেকে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল ১২ অক্টোবর শনিবার খাদেমুল হারামাইন বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে মসজিদুল হারামাইন বিষয়ক অধিদপ্তর প্রধান শায়খ ড. আবদুর রহমান সুদাইস এই ঘোষণা দেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মসজিদে হারামে খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ডা. বানদার বিন আবদুল আজিজ বালিলাহ ও শায়খ ডা. আবদুল্লাহ বিন আওয়াদ আল জুহানি। তারা দীর্ঘদিন ধরে মসজিদে হারামের বিভিন্ন ওয়াক্তের নামাজের ইমামতি করে আসছিলেন। ইমাম হিসেবে আরও নিয়োগ পেয়েছেন শায়খ ডা. ইয়াসির আদ দাওসারি। তিনি কয়েকবছর আগে তারাবির ইমাম হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এখন থেকে তিনি ইমামতির দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে মসজিদে নববিতে একজনকে নতুন খতিব ও দুইজনকে নতুন ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন, শায়খ ডা. আহমদ বিন তালিব হুমাইদ। শায়খ তালিব আগে থেকেই মসজিদে নববিতে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন। আর ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন, শায়খ ডা. আহমদ বিন আলি হুজাইফি ( তিনি মসজিদে নববির বর্তমান প্রবীণ ইমাম ও খতিব শায়খ হুজাইফির সন্তান ) ও শায়খ ডা. খালেদ বিন সুলাইমান মুহান্না। তারাও বেশ কয়েক বছর ধরে তারাবির ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।  fateh24

captcha