IQNA

২০১৯ সালে ২৮০০ ফিলিস্তিনি গ্রেফতার

23:50 - July 16, 2019
সংবাদ: 2608912
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলি সেনারা ২০১৯ সালের শুরু থেকে এ পর্যন্ত ২৮০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফিলিস্তিনের বিভিন্ন আইনি সংস্থাসমূহ বিশেষ করে যুদ্ধবন্দী এবং মুক্তিদের বোর্ড, ফিলিস্তিন বন্দী ক্লাব এবং “দামির” কারাগার ও মানবাধিকার সুরক্ষা কেন্দ্র সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে উল্লেখ করেছে যে, ইহুদিবাদী ইসরাইলি সেনারা সম্প্রতি ৪৪৬ জন শিশু এবং ৭৬ জন নারীকে বন্দী করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের জুন মাসের শেষ পর্যন্ত ইসরাইলের কারাগারে ৫৫০০ বন্দি আটক রয়েছে। বন্দিদের মধ্যে ৪৩ জন নারী এবং ২২০ জন শিশু রয়েছে। এছাড়াও ৫০০ জন বিনা বিচারে অস্থায়ী বন্দি রয়েছে।
বর্তমানে প্রতিবাদী বিক্ষোভে অংশগ্রহণ করার দায়ে ৭ জন ফিলিস্তিনিকে অস্থায়ী ভাবে বন্দী করা হয়েছে। ইসরাইলি করা কর্তৃপক্ষের দুর্ব্যবহারের কারণে অনশন ধর্মঘট করেছেন।
২০১৯ সালের শুরু থেকে এ পর্যন্ত ১৭ জন মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিকে পুনরাই ইহুদিবাদী ইসরাইলি সেনারা গ্রেফতার করেছে। এই ১৭ বন্দীদের মধ্যে একজন শহীদ হয়েছেন।
iqna

 

captcha